❛নিয়মসেবা মাস❜- °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° *➤আরম্ভঃ-* ৭ই কার্ত্তিক ১৪৩০, ২৫শে অক্টোবর ২০২৩, বুধবার পাশাঙ্কুশা একাদশী হইতে *➤সমাপনঃ-* ৬ই অগ্রহায়ণ ১৪৩০, ২৩শে নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার উত্থান একাদশী পর্যন্ত। *✦কার্তিক মাসে…
❛নিয়মসেবা মাস❜-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*➤আরম্ভঃ-* ৭ই কার্ত্তিক ১৪৩০, ২৫শে অক্টোবর ২০২৩, বুধবার পাশাঙ্কুশা একাদশী হইতে
*➤সমাপনঃ-* ৬ই অগ্রহায়ণ ১৪৩০, ২৩শে নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার উত্থান একাদশী পর্যন্ত।
*✦কার্তিক মাসের মাহাত্ম্যঃ-*
🍃 স্কন্দপুরাণে কার্তিক মাহাত্ম্য প্রসঙ্গে বর্ননা করা হয়েছে-
● সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না।
● একদিকে সর্বতীর্থ, দক্ষিণাসহ সর্বযজ্ঞ, পুস্করে বাস, কুরুক্ষেত্রে ও হিমাচলে বাস, মেরুতুল্য সুবর্ণ দান। হে বৎস! অন্যদিকে সর্বদা কেশবপ্রিয় কার্তিক মাস।
● কার্তিকে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পুণ্য করা হয়। হে নারদ! তোমার নিকট সত্য বলছি, তা সকল অক্ষয় হয়।
● কার্তিকের সমান মাস নাই, সর্তযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই। গঙ্গার সমান তীর্থ নাই।
● সর্বদা বৈষ্ণবগণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস। কার্তিকে উৎপন্ন সকল বস্তু বৈষ্ণবগণ ভক্তিপূর্বক সেবা করেন, হে মহামুনে! বৈষ্ণব নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন।
পদ্মপুরাণে কার্তিক মাসের মাহাত্মে বর্ণনা করা হয়েছে-
● যেমন দামোদর ভক্তবৎসল সর্বজনবিদিত, তার এই দামোদর মাস সেইরুপ ভক্তবৎসল; স্বল্প সেবাকেও বহু করে নেন।
● কার্তিকে দ্বীপদান দ্বারা এই পরমেশ্বর শ্রীহরি প্রীত হন, প্রদত্ত দীপ প্রবোধন ফলেও শ্রীহরি সুগতি দান করেন।
*➤দামোদর আরতি নিবেদনের নিয়মঃ-*
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে
● ভগবানের চরণে চারবার
● নাভি দেশে দুই বার
● মুখ মন্ডলে তিনবার
● সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন।
──মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য।
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
No comments