আসছে বছর আবার হবে' দশমীর সকাল থেকে বিভিন্ন মন্ডপে চলছে সিঁদুর খেলা মহাসমারোহে এসেছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাকে ঘিরে কত বুক বাধা কত স্বপ্ন আশা ইচ্ছে। তাই পাঁচ দিন পর বিসর্জন বেলায় মনতো কাঁদবেই, তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছে…
আসছে বছর আবার হবে' দশমীর সকাল থেকে বিভিন্ন মন্ডপে চলছে সিঁদুর খেলা
মহাসমারোহে এসেছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাকে ঘিরে কত বুক বাধা কত স্বপ্ন আশা ইচ্ছে। তাই পাঁচ দিন পর বিসর্জন বেলায় মনতো কাঁদবেই, তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। নবমী নিশি পেরিয়ে বিসর্জনের সকাল। বিষন্নতার মাঝেই একটু উদযাপনের ছুতো সিঁদুর খেলা। দশমীর সকাল থেকে বাংলার জেলায় জেলায় চলছে সিঁদুর খেলা ছোট-বড় বাড়ির পূজা আবার শহর মফস্বলের মন্দিরের পূজার সবেতেই আজ বিদায় এর সুর। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর নিউ স্টার ক্লাবে সকালেই ক্লাবের সদস্যরা মেতে উঠেছে সিঁদুর খেলায়। মন ভারাক্রান্ত হলেও হাসিমুখে বিদায় দিতে চান সদস্যরা। একে অপরের গালে, সিঁথিতে ও শাখায় সিঁদুর লাগিয়ে ও ঢাকের তালে কোমর দুলিয়ে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা। আবারো এই পাঁচ দিনের জমজমাট আনন্দের জন্য অপেক্ষা এক বছরের।
No comments