ভারতের কোথাও পালিত হয় দশেরা কোথাও বা নবরাত্রি
'দশ হরা' সংস্কৃত শব্দ থেকে এসেছে দশেরা। এর অর্থ দশ শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন। এই দশ শত্রু হলো অহংকার (Ego), অমানবতা (Cruelty), অন্যায় (Injustice), কামবাসনা (Lust), ক্রোধ (Ange…
ভারতের কোথাও পালিত হয় দশেরা কোথাও বা নবরাত্রি
'দশ হরা' সংস্কৃত শব্দ থেকে এসেছে দশেরা। এর অর্থ দশ শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন। এই দশ শত্রু হলো অহংকার (Ego), অমানবতা (Cruelty), অন্যায় (Injustice), কামবাসনা (Lust), ক্রোধ (Anger), লোভ (Greed), দম্ভ (Over Pride), ঈর্ষা (Jealousy), মোহ (Attachment), স্বার্থপরতা (Selfishness)।
বাঙালিরা যখন দুর্গাপূজা পালন করেন , তখন ভারতের কোথাও পালিত হয় দশেরা কোথাও বা নবরাত্রি। দশেরা কোথাও কোথাও পরিচিত দশহরা নামে , কোথাও বা দশাইন। কোনও কোনও জায়গায় একে বিজয়াদশমীও বলা হয়। আসলে দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। এই দিন লঙ্কায় দশানন রাবণকে হারিয়ে রাম যুদ্ধ জয় করে সীতা উদ্ধার করেছিলেন। স্থানীয় ভাষায় দশহরা শব্দের অর্থও তা-ই। দশ মানে দশানন রাবণ , আর হরা মানে হার।
দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকেও।
দশ + অহ = দশারহ = দশহরা। ‘' অহ '’ শব্দের অর্থ দিন। ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন। সে জয় ভারতবাসী উদযাপন করে মা দুর্গার পুজো করে। কাশ্মীর , হিমাচল প্রদেশ , উত্তরপ্রদেশ , হরিয়ানা , পঞ্জাব , উত্তরাখণ্ড ও পশ্চিম বিহারে নবরাত্রির প্রথম দিনে মাটির টবে বার্লির বীজ পুঁতে দেওয়া হয়। বীজ থেকে যে অঙ্কুর বেরোয় , নয় রাত্রির পর দশম দিনে পুরুষরা তা তাঁদের টুপিতে পরেন বা কানের পিছনে লাগিয়ে রাখেন। এই অঙ্কুরকে সৌভাগ্যের প্রতীক ভাবা হয়। গোটা উত্তর ভারত ও মহারাষ্ট্রের একাংশে রামের সম্মানে দশেরা পালন করা হয়। রামের বিজয়ের দিনটি এঁরা পালন করেন রাবণ পুড়িয়ে। এ ব্যাপারে হিমাচলের কুলু দশেরা আলাদা করে উল্লেখের দাবি রাখে। কুলু শহরের ঢোলপুর ময়দানে যে মেলা বসে তাতে দেশ- বিদেশের পর্যটকরা ভিড় জামান। মহীশুরে দশেরা উদযাপন হয় মহিষাসুরমর্দিনীর বিজয়কে স্মরণ করে। এখানকার দশেরা মিছিলের খ্যাতি জগৎ জোড়া। দক্ষিণ ভারতের অন্যান্য সর্বত্রই বিজয়াদশমী পালিত হয়। তবে প্রতিটি জায়গাতেই সেখানকার অনুষ্ঠানের স্থানীয় ব্যাখ্যা রয়েছে।
শুভ বিজয়া দশমী ও দশেরাতে গুরুজনদের প্রণাম ও সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই।
No comments