মা দুর্গার দশহাতের দশঅস্ত্রের তাৎপর্য:-------------------------------------------------------------১)#শঙ্খ– পুরাণ মতে, শঙ্খের থেকে যে শব্দের উৎপত্তি হয় তা থেকেই জীব জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। সৃষ্টির প্রতীক এই শঙ্খ।
২)#চক্র– মা দ…
মা দুর্গার দশহাতের দশঅস্ত্রের তাৎপর্য:
-------------------------------------------------------------
১)#শঙ্খ– পুরাণ মতে, শঙ্খের থেকে যে শব্দের উৎপত্তি হয় তা থেকেই জীব জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। সৃষ্টির প্রতীক এই শঙ্খ।
২)#চক্র– মা দুর্গার হাতে ঘুরে চক্র। এর অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা এবং তাঁকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে।
৩)#পদ্ম– দেবীর হাতের পদ্ম সমাজকে একটি খুব সুন্দর বার্তা দেয়– পদ্ম পাঁকের মধ্যে জন্মায়। কিন্তু তবু সে কত সুন্দর। তেমনি মায়ের আশীর্বাদে অসুররাও তাদের ভেতরের অন্ধকার থেকে মুক্তি লাভ করে। এই বার্তাই দেয় পদ্ম ফুল।
৪)#তলোয়ার– তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক৷ যার দ্বারা মানুষ সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করতে পারে ৷
৫)#তীর_ধনুক– তীর, ধনুক ইতিবাচক শক্তির প্রতীক৷
৬)#ত্রিশূল– ত্রিশূলের তিনটি তীক্ষ্ম ফলার তিনটি আলাদা আলাদা অর্থ রয়েছে।মানুষ তিনটি গুণ বা ত্রিগুণের সমন্বয়ে তৈরি। তমঃ গুণ, রজঃ গুণ এবং সত্ত্ব গুণ। ত্রিশূলের তিনটি ফলা এই তিনটি গুণকেই নির্দেশ করে।
৭)#গদা– গদা আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক।
৮)#বজ্র/#অশনি– মায়ের হাতের বজ্র/অশনি দৃঢ়তা ও সংহতির প্রতীক। এই দুটি গুণের সাহায্যেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন।
৯)#সাপ– চেতনার নিম্ন স্তরে থেকে উচ্চ স্তরে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ।
১০)#অগ্নি– জ্ঞান এবং বিদ্যার প্রতীক অগ্নি।
জয় মা দুর্গা।
No comments