ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7G7ktY2_j0oমহালয়াতে প্রকাশিত হলো সম্বিৎ পত্রিকা
হলদিয়ার সুতাহাটা থেকে প্রকাশিত হল সম্বিৎ পত্রিকার পূজা সংখ্যা। সুতাহাটার পুরোহিত পরিষদে আয়োজিত সাহিত্য সভায় এদিন পত্রিকা প্রকাশ হয়। তরুণ ক…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7G7ktY2_j0o
মহালয়াতে প্রকাশিত হলো সম্বিৎ পত্রিকা
হলদিয়ার সুতাহাটা থেকে প্রকাশিত হল সম্বিৎ পত্রিকার পূজা সংখ্যা। সুতাহাটার পুরোহিত পরিষদে আয়োজিত সাহিত্য সভায় এদিন পত্রিকা প্রকাশ হয়। তরুণ কবি সাহিত্যিকদের লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এবারের পূজা সংখ্যায় কলম ধরেছেন কবি, সাহিত্যিক । এবারের সংখ্যাটি অনুগল্প বিষয়ক। রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের এক মলাটের তলায় এনে সম্পাদক রঙ্গলাল গুড়িয়া যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। পত্রিকাটি নিঃসন্দেহে একটি অনুগল্পে সংকলন হয়ে উঠেছে বলা যায়। পত্রিকার প্রচ্ছদেও অভিনবত্ব রয়েছে। ইতিমধ্যেই তা সাহিত্য সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন তরুণ প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মন্ডল।
জগদীশ মুখোপাধ্যায় লিখেছেন 'বিস্কুট রহস্যের গল্প"এবারে অনুগল্পে রয়েছে এফ আই আর, দলছুট, সৌজন্য সংখ্যা, চাঁদ, হতেই পারে, দিনশেষে দম্ভস্য লঙ্কা অলীক রূপকথা, কোজাগরী, অঘটন, বিচার, বাঁশি, সৎ পিতা ,অন্তহীন প্রেম ,দ্বিচারিতা, বনসাই ,জন্মদিন, আগ্নেয়গিরি ,ছাগলের গান, অবশেষে, ট্যাক্সি ড্রাইভার, অসমাপ্ত ভালোবাসা, ফিরিয়ে দেখা, বার্তা পেলাম, আশার ছলনে ভুলি, পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলার অধিকাংশ সাহিত্য সভা কিংবা পত্রিকা গোষ্ঠীকেন্দ্রিক। সেখানে বয়স্করাই মূলতঃ তত্ত্বাবধানে থাকেন। লেখা নির্বাচন থেকে শুরু করে সাহিত্য সভার আমন্ত্রণ সূচি তৈরিতেও বয়স্কদের প্রাধান্য দেওয়া হয়। ব্রাত্য থাকে তরুণ প্রজন্ম। সম্পাদক রঙ্গলাল গুড়িয়া জানান 'সম্বিৎ পত্রিকা দীর্ঘদিন ধরেই প্রকাশিত হচ্ছে। সম্বিৎ-এর তরুণ প্রজন্ম এক্ষেত্রে যথেষ্ট উদ্যোমী। তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য ভাবনা গড়ে তোলায় সম্বিৎ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।'
No comments