মহালয়াতে মোক্ষদা মন্দিরে সারা বাংলা চণ্ডি পাঠ প্রতিযোগিতা আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরী ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোর্তিময়ী জগৎ মাতার আগমন বার্তা"আজ মহালয়া।বিজ্ঞাপন
মহালয়া…
মহালয়াতে মোক্ষদা মন্দিরে সারা বাংলা চণ্ডি পাঠ প্রতিযোগিতা
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরী ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোর্তিময়ী জগৎ মাতার আগমন বার্তা"আজ মহালয়া।
বিজ্ঞাপন
মহালয়ার বুৎপত্তিগত অর্থ হোল " মহৎ" ও" আলয়"।মহালয় শব্দ থেকেই স্ত্রী বাচক পদ এসেছে " মহালয়া"।তবে মহালয়া শব্দের একাধিক অর্থ আছে।সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী " মহ" মানে " প্রেত" আর ' আলয়' এর অর্থ আশ্রয়। ওই দিন মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রেতদের।
প্রয়াত পূর্ব পুরুষের বিদেহী আত্মাদের সমাবেশকে মহালয়া বলে।সেই দিন থেকে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামে পীঠস্থান,সুতাহাটা মোক্ষদা মন্দির আমলাট গ্রামে বিরাজ ওমান। এই মন্দির কে ঘিরে গ্রামবাসীদের রয়েছে উন্মাদনা। মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান প্রতিদিন নিত্য পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি কৃপাণ মৈত্র জানালেন এখনো মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে।
আমরা চেষ্টা করছি মন্দিরকে আরো সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা। মন্দিরে মহালয়ার দিন থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ব্রাহ্মণদের পূজার প্রশিক্ষণ থেকে শুরু করে চন্ডী পাঠ প্রতিযোগিতা।
সকলের অংশগ্রহণ ছিল প্রানোজ্জল । এই প্রতিযোগিতা গুলি কে নিয়ে এই এলাকার মানুষের ছিল উন্মাদনা ।
No comments