প্রতারণার অভিযোগ ২৭ শ্রমিকের
পুজোর মুখে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৭ জন দক্ষ, প্রশিক্ষিত শ্রমিক। অভিযোগ, এঁরা বিদেশে কাজে যোগ দেওয়ার জন্য টাকা, পাসপোর্ট সব জমা রাখার পর তার কোনও হদিশ পাচ্ছেন না। হলদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন…
প্রতারণার অভিযোগ ২৭ শ্রমিকের
পুজোর মুখে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৭ জন দক্ষ, প্রশিক্ষিত শ্রমিক। অভিযোগ, এঁরা বিদেশে কাজে যোগ দেওয়ার জন্য টাকা, পাসপোর্ট সব জমা রাখার পর তার কোনও হদিশ পাচ্ছেন না। হলদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা এঁরা। কেউ কাঠের মিস্ত্রি, কেউ ফিটার, কেউ ওয়েলডার, কেউ ইলেকট্রিকের কাজ করেন। কাজের নামে প্রতারিত হয়ে সোমবার রাতে হলদিয়ার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেছে তারা । তাঁদের অভিযোগ, মুম্বইয়ের একটি সংস্থা কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁদের এক-এক জনের থেকে ৫৮ হাজার টাকা করে নিয়েছে। প্রত্যেকেরই আসল পাসপোর্ট ওই সংস্থা দক্ষতার সার্টিফিকেট নিয়েছিল, নিয়েছে ভিসা করিয়ে দেওয়ার নাম করে। সেটাও তাঁরা ফেরত পাচ্ছেন না। অভিযোগ কারীদের অন্যতম হলদিয়ার বাড়সুন্দরার বাসিন্দা গুরুপদ প্রধান জানান, আজেরবাইজান নিয়ে যাওয়া হবে বলে আমাদের সঙ্গে চুক্তি করে ওই সংস্থা। মাসিক ১৪০ আমেরিকান ডলার মাইনে দেওয়া হবে। বলা হয়।
এই এলাকার ২৭ জন যুবক আবেদন করেন। ওই সংস্থা আমাদের যাবতীয় নথিপত্র পাঠাতে বলে। রাঁচি নিয়ে গিয়ে আমাদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এরপর ৫৮ হাজার টাকা দাবি করা হয় ভিসা ও আন্য খরচ বাবদ। সেই টাকা দেওয়ার পরে কয়েক জনের ভিসা পাঠানো হয়। গোটা প্রক্রিয়া চলে বেশ কয়েক মাস ধরেই। কিন্তু এর পরে ওই সংস্থা বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তার পর এক সময় যোগাযোগ ছিন্ন করে দেয়। টাকা তো লোপাট হয়েইছে, বিশেষ করে পাসপোর্ট ফিরে না পেয়ে ঘোরতর চিন্তায় পড়েছেন তাঁরা।
ওই শ্রমিকদের অন্যতম দক্ষিণচকের বাসিন্দা দেবশঙ্কর বেরা বলেন, “বিদেশে কাজ পাব বলে পুজোর মুখেও এত টাকা দিয়েছি। এর সঙ্গে জমা আছে পাসপোর্ট। জানি না কী হবে।” আরেক শ্রমিক দীপক গুছাইতের কথায়, “বিদেশে যাওয়ার টাকা জোগাতে এ বার পুজোয় ছেলে মেয়েদের নতুন পোশাক করিনি। সংসারের এ বার কী হবে জানি না।”
হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অভিযুক্ত সংস্থার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ।” প্রতারিত শ্রমিকেরা জানিয়েছেন, ভিন রাজ্যের কিছু শ্রমিকের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। তাঁরা জানিয়েছেন, অন্য রাজ্যেও এই রকম প্রতারণা চক্র চলছে।
No comments