Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সড়কের উপর থেকে অবৈধ গেটগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ??

রাজ্য সড়কের উপর থেকে অবৈধ গেটগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ??
 মহিষাদল এলাকায় হলদিয়া-মেচেদা সড়কের(এসএইচ-৪) উপর বেআইনি বিজ্ঞাপনের ওভারহেড গেট সরাতে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য সড়ক কর্তৃপক্ষ। পুজো উপলক্ষে দ্বারিবেড়িয়া শিব মন্দির থেকে…

 



রাজ্য সড়কের উপর থেকে অবৈধ গেটগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ??


 মহিষাদল এলাকায় হলদিয়া-মেচেদা সড়কের(এসএইচ-৪) উপর বেআইনি বিজ্ঞাপনের ওভারহেড গেট সরাতে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য সড়ক কর্তৃপক্ষ। পুজো উপলক্ষে দ্বারিবেড়িয়া শিব মন্দির থেকে নামালক্ষ্যা বাস স্টপ পর্যন্ত ১০কিলোমিটার রাস্তায় শতাধিক বিজ্ঞাপনী ওভারহেড গেট তৈরি হয়েছে। শুধু মহিষাদল মোড় সংলগ্ন এলাকায় দু'কিলোমিটারের মধ্যে ৪০টির বেশি বেআইনি গেট তৈরি হয়েছে। অভিযোগ, এই গেটগুলি পিডব্লুডি(রোডস) হলদিয়া সাবডিভিশনের কোনও 'নো অবজেকশান' নেয়নি। পিডব্লুডি(রোডস) এবং বিদ্যুত দপ্তরের অভিযোগ, বিপজ্জনকভাবে গেট তৈরি হয়েছে। বিদ্যুতের হাইটেনশন লাইন ছুঁয়ে রয়েছে কোনও কোনও গেট। পুজোর ভিড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা করে প্রশাসন পুজো কমিটিগুলিকে গেট ভেঙে ফেলার কড়া নির্দেশ দিয়েছে। শিল্পশহর হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌর এলাকায় রয়েছে অভার গেট। গত বছর ওভার গেট থাকার সময় স্কুলের কাছেই একটি বাস পুকুরে পড়ে যায় বেশ কয়েকজন আহত হয়েছিল কিন্তু সেই ধরনের আবার ওভার গেট বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার  সৌমদ্বীপ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাস্তার উপরে অবৈধ গেটগুলি সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট থানা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে হলদিয়া এলাকায় বেশ কয়েকটি গেট ইতিমধ্যে খোলা শুরু হয়েছে।

মহিষাদলের বিডিও যোগেশচন্দ্র মণ্ডল বলেন, গেটগুলি থেকে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। এজন্য পুলিসের সহযোগিতায় গেটগুলি সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।

No comments