Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় ১৯ বিডিও বদলি, অন্য পদেও রদবদল

পূর্ব মেদিনীপুর জেলায় ১৯ বিডিও বদলি, অন্য পদেও রদবদল


 পরপর দু'দিন ধরে একাধিক প্রশাসনিক পদে রদবদল ঘটল পূর্ব মেদিনীপুরে। সোমবার আইএএস এবং ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকদের বদলি সংক্রান্ত তিনটি নির্দেশিকা জারি হয় নবান্ন থে…

 
পূর্ব মেদিনীপুর জেলায় ১৯ বিডিও বদলি, অন্য পদেও রদবদল
 পরপর দু'দিন ধরে একাধিক প্রশাসনিক পদে রদবদল ঘটল পূর্ব মেদিনীপুরে। সোমবার আইএএস এবং ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকদের বদলি সংক্রান্ত তিনটি নির্দেশিকা জারি হয় নবান্ন থেকে। সেই তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্বেতা আগরওয়াল এবং এগরার মহকুমাশাসক সম্রাট মণ্ডলের।

একই সঙ্গে মঙ্গলবার ১৮ ই অক্টোবর পূর্ব জেলার মোট ২৫টি ব্লকের মধ্যে ১৯টি ব্লকের বিডিও'র বদলির নির্দেশ হয়েছে। সেই তালিকায় রয়েছেন তমলুক, শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া, নন্দকুমার, মহিষাদল, সুতাহাটা, হলদিয়া, নন্দীগ্রাম-১, নন্দীগ্রাম-২, কাঁথি-১, দেশপ্রান, কাঁথি- ৩, খেজুরি-১, খেজুরি-২, এগরা -১, এগরা-২, ভগবানপুর-২; চণ্ডীপুর ও পটাশপুর-২ ব্লকের বিডিও।

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্বেতা আগরওয়াল এ রাজ্যের ২০১৬ সালের আইএএস ব্যাচের সদস্য। তিনি বদলি হয়েছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে। প্রসঙ্গত, আগেই পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসক পূর্ণেন্দু মাজি জেলা শাসক পদে বদলিহয়ে গিয়েছেন সেই পূর্ব বর্ধমানে। তাঁর পরিবর্তে পূর্ব মেদিনীপুর জেলায় অতিরিক্ত জেলা শাসক হিসেবে নিযুক্ত হচ্ছেন শুভলক্ষ্মী বসু। তিনি হাওড়া জেলার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ছিলেন। বদলি হয়েছেন এগরার মহকুমা শাসক সম্রাট মণ্ডল। তিনি যাচ্ছেন দুর্গাপুর-আসানসোল ডেভেলপমেন্ট অথরিটির অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার হিসেবে। তাঁর জায়গায় এগরার নতুন মহকুমা শাসক হচ্ছেন মনজিৎ কুমার যাদব।

যে সব আইএএস এবং ডব্লিউবিসিএস আধিকারিকেরা জেলায় তিন বছর বা তার বেশি সময় ধরে নিযুক্ত, তাঁদের আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে বদলি করা হল বলে প্রশাসন সূত্রের খবর। তমলুকের বিডিও সৌমেন মণ্ডলকে মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও করা হয়েছে। গড়বেতা-১ ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা হচ্ছেন তমলুক ব্লকের বিডিও। শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত গায়েনকে পুরুলিয়ার রঘুনাথপুর এসডিও অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমা ব্লকের রথীন চন্দ্র দে হচ্ছেন শহিদ মাতঙ্গিনীর বিডিও। পাঁশকুড়ার বিডিও ধেনদুপ ভুটিয়া হচ্ছেন কোচবিহারের মেখলিগঞ্জ এসডিও অফিসের ডেপুটি ম্যাজস্ট্রেট।

No comments