ডিজে বাজেয়াপ্ত করলেন ভবানীপুর থানার পুলিশ
ডিজে বাজেয়াপ্ত করে শব্দ দূষণ ঠেকাতে তৎপর হলো হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ । বিগ বাজেটের লক্ষ্মী পুজোর সুবাদে লক্ষ্মী গ্রাম হিসেবে পরিচিত হলদিয়ার কিসমত শিবরামনগর । শনিবার ২৯ শে অক্টোবর …
ডিজে বাজেয়াপ্ত করলেন ভবানীপুর থানার পুলিশ
ডিজে বাজেয়াপ্ত করে শব্দ দূষণ ঠেকাতে তৎপর হলো হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ । বিগ বাজেটের লক্ষ্মী পুজোর সুবাদে লক্ষ্মী গ্রাম হিসেবে পরিচিত হলদিয়ার কিসমত শিবরামনগর । শনিবার ২৯ শে অক্টোবর লক্ষ্মীপুজোর দিন রাতেই তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল । অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় । বাজেয়াপ্ত করে দুটি ডিজে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । তড়িঘড়ি অন্যান্য পুজো কমিটি সাউন্ড বক্স এবং মাইক্রোফোনের শব্দ নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় ।
পুজোতে কোনভাবে ডিজে বাজানো যাবে না । দুর্গাপুজোর আগেই প্রশাসনিক আধিকারিকগণ মিটিং করে এলাকার পুজো কমিটি গুলিকে সে কথা জানিয়ে দিয়েছিলেন । তারপরেও ডিজের দৌরাত্ম পুলিশ প্রশাসন কোনভাবেই মেনে নিতে পারেনি । আপাতত বাজেয়াপ্ত দুটি নিজের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । আগামী দিনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সহ অন্যান্য পুজোতেও ডিজের বিরুদ্ধে এমনি অভিযান চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।
No comments