ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/jfuFCsjETRE
অরবিন্দ স্মৃতির সংঘ এবারের পূজোর ৯০ তম বর্ষপূর্ব মেদিনীপুর জেলার কোজাগরী উৎসব ৯০ তম বর্ষে ঋষি অরবিন্দ স্মৃতি সংঘ ভবানীপুর থানার অন্তর্গত চাউলখোলা গ্রামে তাদের এবারের পূজোর থিম পোড…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/jfuFCsjETRE
অরবিন্দ স্মৃতির সংঘ এবারের পূজোর ৯০ তম বর্ষ
পূর্ব মেদিনীপুর জেলার কোজাগরী উৎসব ৯০ তম বর্ষে ঋষি অরবিন্দ স্মৃতি সংঘ ভবানীপুর থানার অন্তর্গত চাউলখোলা গ্রামে তাদের এবারের পূজোর থিম পোড়া মাটির হাতের তৈরি মন্ডপ । কোজাগরী উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। উদ্বোধক ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, প্রধান অতিথি ছিলেন শ্রীবিষ্ণু ভক্তি দাস ব্রহ্মচারী শ্রীধাম মায়াপুর এবং স্বামী বিবেকাত্মা নন্দ মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম।
কয়েক দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জানালেন সংঘের সদস্যবৃন্দ উৎসব কমিটির সভাপতি সম্পাদক কোষাধক্ষ্য এবং সহসভাপতি, সহ-সম্পাদক এবং হিসাব রক্ষক, সঞ্জয় দাস, অতনু মান্না, সৌমিত্র মান্না , অরূপ মাইতি, শশীশেখর মান্না,প্রভাত চন্দ্র কর প্রমূখ।
No comments