১০ স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারহীন
হলদিয়া পুর এলাকায় এক সময় ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ৮টি ‘আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার'-এর। রাজ্য স্বাস্থ্য দফতর ও পুরসভার তরফে জানানো হয়েছিল, এর ফলে পুরসভার অধীনে থাকা ৫টি প্রাথমিক স…
১০ স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারহীন
হলদিয়া পুর এলাকায় এক সময় ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ৮টি ‘আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার'-এর। রাজ্য স্বাস্থ্য দফতর ও পুরসভার তরফে জানানো হয়েছিল, এর ফলে পুরসভার অধীনে থাকা ৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হলদিয়া মহকুমা হাসপাতালের চাপ কমানো যাবে। কিন্তু এর পর বছর পার হলেও ওই ৮টি স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক নিয়োগ করা হয়নি।
পুরসভার আগের ৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ২টিতেও বর্তমানে চিকিৎসক নেই। সব মিলিয়ে পুর এলাকার ২৯ টি ওয়ার্ডের কয়েক লক্ষ বাসিন্দা মাত্র ৩ জন সরকারি চিকিৎসকের উপর নির্ভরশীল। অথবা তাঁদের ১২ কিলোমিটার দূরে মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবার জন্য নির্ভর করতে হচ্ছে নার্সদের উপর অথবা টেলি মেডিসিনের উপর। সাধারণ সর্দি কাশি, পেট খারাপ হলে ঠিক আছে, কিন্তু পরিস্থিতি একটু জটিল হলে মানুষকে রেফার হতে হচ্ছে বা ছুটতে হচ্ছে হলদিয়া মহকুমা হাসপাতালে।
হলদিয়া পুরসভার পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। কিন্তু কোনও সাড়া লেনি। ফলে চিকিৎসক নিয়োগ হয়নি।
No comments