নিখোঁজ গৃহবধুর থানাতে আত্মসমর্পণ পুজোতে যখন সকলেই মেতে উঠেছে আর সেই ফাঁকেই গৃহবধূ নিখোঁজ চাঞ্চল্য সৃষ্টি হয় বাপের বাড়ি এবং শশুর বাড়ি দুই পরিবারের মধ্যে। গত একুশে অক্টোবর সপ্তমীর দিন পুজো দেখার নাম করেই গৃহবধূ আর ফিরে আসেনি। গ…
নিখোঁজ গৃহবধুর থানাতে আত্মসমর্পণ পুজোতে যখন সকলেই মেতে উঠেছে আর সেই ফাঁকেই গৃহবধূ নিখোঁজ চাঞ্চল্য সৃষ্টি হয় বাপের বাড়ি এবং শশুর বাড়ি দুই পরিবারের মধ্যে। গত একুশে অক্টোবর সপ্তমীর দিন পুজো দেখার নাম করেই গৃহবধূ আর ফিরে আসেনি। গৃহবধুর বর্তমান স্বামী এবং তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
২১ অক্টোবর থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত পরিবারের আত্মীয় পরিজনের বাড়ি খোঁজাখুঁজি করলেন অবশেষে থানাতে কিডন্যাপিং অভিযোগ দায়ের করলেন সুতাহাটা থানার অন্তর্গত রাজ রামপুর গ্রামের বাসিন্দা গৃহবধূর বাবা প্রহ্লাদ গোস্বামী।
প্রহ্লাদ বাবুর কন্যা অনিমা গোস্বামী দাস বিয়ে দিয়েছিল ঈশ্বরদহ জলপাই হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঈশ্বরদাহ জলপাই গ্রামে। অনিমা দাস গোস্বামী বয়স( ২৫ ) স্বামী সুদর্শন দাস বর্তমানে একটি তিন বছরের পুত্র সন্তান রয়েছে।
অনিমা কে খুঁজে না পেয়ে তার বাবা ২৫ শে অক্টোবর ভবানীপুর থানার অভিযোগ দায়ের করেছিলেন ২৭ শে অক্টোবর অর্থাৎ আজ শুক্রবার লক্ষ্মী পূজার আগের দিন মা লক্ষ্মী অনিমা ভবানীপুর থানায় আত্মসমর্পণ করলেন।
পুলিশ সূত্রে জানা যায় অনিমা দাবি তাকে কেউ কিডন্যাপ করেনি তিনি স্বইচ্ছায় ঘুরতে গিয়েছিলেন অবশেষে তিনি বাড়ি ফিরলেন। তিনি জানতে পারেন তার বাবা ভবানীপুর থানায় অভিযোগ দায় করেছেন সেই জন্যই তিনি সরাসরি ভবানীপুর থানাতে এসেই আত্মসমর্পণ করলেন।
No comments