দার্জিলিং থেকে ফেরার পথে গভীর খাদে পড়ে গেল পর্যটকের বাস আহত ৪
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/vaEFGbPSP4oপুজোর ছুটিতে বেড়াতে গিয়ে গুরুতর জখম হলদিয়ার চারজন পর্যটকবাংলার বাঙালি শারদ উৎসব দুর্গা উৎসব । মহালয় থেকে শোনা যাচ…
দার্জিলিং থেকে ফেরার পথে গভীর খাদে পড়ে গেল পর্যটকের বাস আহত ৪
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/vaEFGbPSP4o
পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে গুরুতর জখম হলদিয়ার চারজন পর্যটক
বাংলার বাঙালি শারদ উৎসব দুর্গা উৎসব । মহালয় থেকে শোনা যাচ্ছিল পুজোতে বৃষ্টি হবে আর সেজন্যই বাঙালির সকলের মন খারাপ হয়েছিল।
অবশেষে যখন আবহাওয়া দপ্তর জানালো বৃষ্টি কেটে গেছে আর বৃষ্টির সম্ভাবনা নেই তড়িঘড়ি করে নববী থেকে বেরিয়ে পড়েছিল পরিবারের সকলকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাওয়ার জন্য।
নবমীর দিন বেরিয়ে পড়ে সন্দীপ মান্না, বয়স ৪৭ মুকুলিকা দাস মান্না বয়স ৪৫ এবং তাদের পরিবারের এক সন্তান সৌম্য দীপ মান্না বয়স্ক উনিশ সুতাহাটা থানার অন্তর্গত বাড় বাসুদেবপুর দেউলপোতা অঞ্চল।
আরো জানা যায় মহিষাদল থানার অন্তর্গত নিবেদিতা দাস বয়স ৩৬ জগৎপুরে বাড়ি, সূত্রের খবর দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার সময় সিটঙ গাড়ি পালটি হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর জখম হয়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিবেদিতা দাস বর্তমানে আই সি ইউ তে ভর্তি। দুই পরিবারের লোকেরা খুবই উদ্বেগে রয়েছেন।
খবর পেয়ে বারবার থেকেই তিনজন রওনা দিয়েছেন দার্জিলিং এর উদ্দেশ্যে।। জানালেন পরিবারের সদস্য শুধাংশু মান্না । সন্দীপ মান্না ফোন করে তার মাকে জানিয়েছিল তারা গুরুতর পথ দুর্ঘটনা হয়ে জখম হাসপাতালে ভর্তি আছেন জানালেন সন্দীপের মা তৃপ্তি রানী মান্না।
No comments