পুজোয় অতিরিক্ত সরকারি বাস চালিয়ে ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা আয়
পুজোয় অতিরিক্ত সরকারি বাস চালিয়ে দীঘা ডিপো ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা আয় করল। পুজোর ছুটিতে সৈকত সুন্দরী দীঘার টানে হাজার হাজার পর্যটক আসেন। শুধু এরাজ্য নয়, প্রতিবেশী ওড়িশা, ব…
পুজোয় অতিরিক্ত সরকারি বাস চালিয়ে ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা আয়
পুজোয় অতিরিক্ত সরকারি বাস চালিয়ে দীঘা ডিপো ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা আয় করল। পুজোর ছুটিতে সৈকত সুন্দরী দীঘার টানে হাজার হাজার পর্যটক আসেন। শুধু এরাজ্য নয়, প্রতিবেশী ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকেও দর্শনার্থীরা আসেন। সারা বছরের একঘেয়েমি কাটাতে পুজোর সময়টাকে অনেকেই বেড়ানোর জন্য বেছে নেন। সেক্ষেত্রে অধিকাংশ মানুষের কাছে প্রথম পছন্দ থাকে দীঘা। তাই পুজোর সময় দীঘা যাতায়াতের জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে(এসবিএসটিসি) অতিরিক্ত বাস নামাতে হয়। এবার পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত দীঘা ডিপো থেকে এসবিএসটিসি দৈনিক ৯৫ থেকে ১০০টি বাস চালিয়েছে। কিলোমিটার প্রতি আয় হয়েছে ৩২টাকা ৫৯পয়সা। এবছর পুজোর এই কয়েকটা দিন দীঘা ডিপোর লাভ হয়েছে ৩৬ লক্ষ ৫০হাজার টাকা।
জানা গিয়েছে, দীঘা ডিপো থেকে সাধারণত প্রতিদিন ৪০থেকে ৪৫টি সরকারি বাস চলাচল করে। পুজোর সময় বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে সেটা বাড়িয়ে ৯৫থেকে ১০০টি করা হয়। রাতেও বাস সার্ভিস ছিল। অতিরিক্ত বাস চালানোর ফলে অনেকটাই লাভের মুখ দেখেছে নিগম। গতবছরের তুলনায় এবার দীঘা ডিপো থেকে ২৯টি বেশি বাস চালানো হয়েছে। আপ ও ডাউন উভয় রুটে ভিড়ে ঠাসা ছিল বাস। তাই মুনাফা বেড়েছে বলে নিগমের অফিসারদের দাবি।
পাশাপাশি হলদিয়া ডিপো থেকেও পুজোর সময় অতিরিক্ত বাস চালানো হয়েছে। ওই ডিপো পুজোর মরশুমে আয় করেছে ১৫লক্ষ টাকা। পুজোর মরশুমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আয় হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকা। গতবছর এই আয় ছিল ৩ কোটি ১ লক্ষ টাকা। গতবছর নিগমের ৪৬০টি বাস রাস্তায় নেমেছিল। এবার সেটা বেড়ে ৫০০টি বাস হয়েছিল। তবে, দীঘায় এবার অনেকটাই বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। দীঘা লাইনে প্রতিদিন চার জোড়া লোকাল ও দু’টি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। কিন্তু, এবার সংরক্ষিত কামরায় পুজো মরশুমের বুকিং অনেক আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। যে কারণে সড়কপথে বাড়তি বাস চালানোর পরিকল্পনা নিয়েছিল এসবিএসটিসি। সেই পরিকল্পনা রূপায়ণ হওয়ায় আয় অনেকটাই বেড়েছে। আগের থেকে দীঘা অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই প্রতিবছর দীঘায় পর্যটক সংখ্যা বাড়ছে। এসবিএসটিসির দীঘা ডিপো ইন-চার্জ দেবাশিস গিরি বলেন, পুজোর সময় আমরা বাসের সংখ্যা অনেকটাই বাড়িয়েছিলাম। প্রতিদিন গড়ে ৯৫-১০০টি বাস চলাচল করেছে। তারফলে নিগমের আয় বেড়েছে।
No comments