দার্জিলিং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মহিষাদল ও হলদিয়ার ৭জন, চিন্তায় পরিবার দার্জিলিং বেড়াতে গিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে আহত হলদিয়া ও মহিষাদলেত ৭জন। চিন্তায় পরিবারের লোকজন।পর্যটক বোঝাই গাড়ি পড়ল ১০০ ফুট গভীর খাদে। ঘটনার জেরে জখম হয়েছে …
দার্জিলিং বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মহিষাদল ও হলদিয়ার ৭জন, চিন্তায় পরিবার
দার্জিলিং বেড়াতে গিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে আহত হলদিয়া ও মহিষাদলেত ৭জন। চিন্তায় পরিবারের লোকজন।
পর্যটক বোঝাই গাড়ি পড়ল ১০০ ফুট গভীর খাদে। ঘটনার জেরে জখম হয়েছে গাড়িটিতে থাকা ৭ জন। কালিঝোরার কাছে সিটং এর কারমাথ এলাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর দ্রুত উদ্ধার করে তাদের আনন্দলোক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক বলে জানাগিয়েছে । জানা গেছে, কলকাতার পর্যটকদের এই দলটি সিটংয়েই ছিল। সেখান থেকে গাড়িভাড়া করে দার্জিলিং ঘুরতে যায়। দার্জিলিং ঘুরে পেশক রোড ধরে ফের সিটংয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
কলকাতার পাশাপাশি মহিষাদল ও হলদিয়ার ৭ জন ছিলো। গুরুতর আহত হয়ে আই সি ইউতে ভর্তি মহিষাদলের জগৎপুরের বাসিন্দা নিবেদিতা দাস। আহত হয়েছে, সৌম্যদীপ মান্না , মুকুলিকা দাস মান্না, সন্দীপ মান্না সহ পরিবারের অন্যান্যরা। এরা সুতাহাটা থানার বাড় বাসুদেবপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মহিষাদল থানা ও সুতাহাটা থানার পুলিশ স্থানীয় থানার সাথে যোগাযোগ করেছে। প্রশাসনের চেস্টায় তাদের যাতে বাড়ি ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র।
তিনি বলেন, খবর পাওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজন দার্জিলিং পাড়ি দিয়েছে। পরিবারটির যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাদের পাশে আমরা রয়েছি।।
No comments