Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে ভুলেও যে পাঁচ টি কাজ করবেন না ?

মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে ভুলেও যে পাঁচ টি কাজ করবেন না ?
১/মৃত্যু ব্যক্তির মুখে কেন অগ্নি দেওয়া নিষিদ্ধ?বিশুদ্ধ সাত্ত্বত্র শ্রাদ্ধদর্পনে ৬৪পিষ্টা বলাহয়েছে যথা-
মৃত্যু দেহ স্নানের মন্ত্র-ওঁ গয়াদীনি চ তীর্থণি যে চ পুণ্যা শিলোচ্চয়াঃ।…

 




মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে ভুলেও যে পাঁচ টি কাজ করবেন না ?


১/মৃত্যু ব্যক্তির মুখে কেন অগ্নি দেওয়া নিষিদ্ধ?

বিশুদ্ধ সাত্ত্বত্র শ্রাদ্ধদর্পনে ৬৪পিষ্টা বলাহয়েছে যথা-


মৃত্যু দেহ স্নানের মন্ত্র-

ওঁ গয়াদীনি চ তীর্থণি যে চ পুণ্যা শিলোচ্চয়াঃ।

        কুরুক্ষেত্রঞ্চ গঙ্গাঞ্চ সরিদ্বরাম্।।

কৌশিকী চন্দ্রভাগাঞ্চ সর্ব্বপাপ প্রনাশিনীম।

ভদ্রাবকাশং সরয়ূং গণ্ডকীং পনসাং তথা।।

বৈণবঞ্চ বরাহঞ্চ তীর্থং পিণ্ডারকং তথা।

পৃথিব্যাং যানি তীর্থাণি চতুরঃ সাগরস্তথা।।

ধ্যাত্বা তু মনসা সর্ব্বে কৃতস্নানং গদায়ুষম্।।


এই মন্ত্রের মাধ্যমে অগ্নি গ্রহন করিয়া নিম্নলিখিত মন্ত্র পাঠ করিতে করিতে চিতার উপরে মৃত্য ব্যক্তির মস্তকে অগ্নি স্পর্শ করিবেন ৭ বার প্রদক্ষিন করিবেন- একই মন্ত্র ৭ বার বলে অগ্নি দিতে হবে যথা-

          ওঁকৃত্বা তু দুস্করং কর্ম্মং জানতা বাপ্যজানতা।

          মৃত্যুকাল বাশাৎ প্রাপ্য ‘নরং’ পঞ্চত্বমাগতম্॥

            ওঁ ধর্ম্মাধর্ম্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতং।

               দহেয়ং সর্ব্ব গাত্রাণি দিব্যান্ স গচ্ছতু॥


২/কেন মৃত্যুর পড়ে মাটি  দিয়ে সমাদি দেওয়া নিষিদ্ধ ?

শ্রীমদ্ভাগবত(৭/২/৩৬-৩৭)বলাহয়েছে-

যমরাজের বিচার অনুসারে জীবকে এক দেহ ত্যাগ করে অন্য আর এক দেহ গ্রাহক করতে বাধ্য করতে  হয়।

কিন্তু পূর্বের দেহটি দাহ বা সংস্কারের দ্বারা বিনষ্ট না হওয়া পর্যন্ত বদ্ধ জীবাত্মার অন্য শরীরে প্রবেশ করা সম্ভব হয় না।

তাই ততক্ষন তাকে প্রেত হয়ে থাকতে হয়।


৩/ মৃত দেহ  তুলসী কাষ্ঠদিয়ে কি দাহ করা যায়?

যে সকল মৃত ব্যক্তির কলেবর তুলসী কাষ্ঠাগ্নিতে দাহ করা হয় তাদের কোন কালেও হরিধাম হতে সংসার জগতে আসতে হয় না।

শ্রীশ্রী হরিভক্তিবিলাস ২৯৫ পিষ্টা।

৬বিলা


৪/ কেন একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ ?

ব্রক্ষবৈবর্ত পুরানে বলা হয়েছে-

         যে কুর্বন্তি মহীপাল শ্রাদ্ধং চেকাদশীদিন।

         ত্রয়স্তে নরকং যান্তি দাতা ভোক্তা চ প্রেরক:।।

একাদশীর দিন পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হলে, সেই শ্রাদ্ধের অনুষ্ঠাতা এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে সেই পূর্বপুরুষ, এবং শ্রাদ্ধের পুরোহিত, সকলেই নরকে গমন করেন।


৫/কেন ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ড দান করতে হবে?

মৎস্য পুরানে বলা হয়েছে.. 

ভগবানের প্রসাদ দ্বারা পিণ্ড দান করলে নরকে থাকলে ও মুক্তি লাভ করে থাকে।

হ,ভ’বি 

কলিযুগে তাঁরাই ধন্য যারা পিতা পমাতার উদ্দেশ্য ভগবানের প্রসাদ দ্বারা পিণ্ড দান করে।

No comments