Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চব্বিশের লোকসভা নির্বাচনকে নজর করেই দলীয় কার্যালয়ের উদ্বোধন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/NiTSSUy0YAw
চব্বিশের লোকসভা নির্বাচনকে নজর করেই দলীয় কার্যালয়ের উদ্বোধন
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই চব্বিশের লোকসভা নির্বাচনকে নজর করেই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। রবিবার পূর্ব মেদিনীপ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/NiTSSUy0YAw

চব্বিশের লোকসভা নির্বাচনকে নজর করেই দলীয় কার্যালয়ের উদ্বোধন


বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই চব্বিশের লোকসভা নির্বাচনকে নজর করেই দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কসবাগোলা ১৭২ নং বুথ তৃণমূল কংগ্রেসের  দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এগরার তৃণমূল বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, দলীয় কার্যালয়ের খুবই প্রয়োজন। আগামী নভেম্বর মাসেই তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হবে। একশো দিনের বকেয়া কাজের টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন হবে। তিনি আরও জানিয়েছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে মতানৈক্য ভুলে সবাইকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক দাস, সেক মুক্তাজুল, সেক মুস্তাকিন, আব্দুল গোফফর কাজী, সাকির খান, ময়রাজ খান, আব্দুল মোহিত, হামিদুল্লা খান, মেকাইল খান বাসরুল খান

প্রমুখ। এদিন এই দলীয় কার্যালয় উদ্বোধনকে কটাক্ষ করেন এগরা ১ ব্লক জাতীয়  কংগ্রেস নেতা ইকবাল মল্লিক। তিনি জানিয়েছেন যে বুথে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন হলো সেটা পঞ্চায়েত ভোটের আগে ছিল ১৭১ নং বুথ, ভোটের সময় সেটা ১৭২ নং বুথ, পঞ্চায়েত  ভোটের পর বর্তমানে সেটা ১৭৩ নং বুথ। এলাকার স্থানীয় বিধায়ক অথচ বুথটা কত নম্বর সেটাই তিনি জানেন না। একুশের বিধানসভা ভোটে তৃণমূল বিধায়ক এই এলাকা থেকে ৪৮৪৮ টা ভোট লিড পেয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটে সেটা এসে দাঁড়িয়েছে ১৫০০ তে। কংগ্রেসের কার্যালয় দেখে ওরা ভয়ে নতুন কার্যালয় উদ্বোধন করছে। এর আগে এই এলাকায় তৃণমূলের কোনো দলীয় কার্যালয় ছিল না বলে জানিয়েছেন ব্লক কংগ্রেস নেতা ইকবাল মল্লিক।

No comments