হলদিয়ায় যুদ্ধ বিরোধী মিছিল আজ সিপিআই(এম)- হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে যুদ্ধ নয় - শান্তি চাই , চাই স্বাধীন সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের দাবীতে হলদিয়ার কদমতলা থেকে ক্ষুদিরামনগরের মধ্যে প্রায় দু ক…
হলদিয়ায় যুদ্ধ বিরোধী মিছিল
আজ সিপিআই(এম)- হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে যুদ্ধ নয় - শান্তি চাই , চাই স্বাধীন সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের দাবীতে হলদিয়ার কদমতলা থেকে ক্ষুদিরামনগরের মধ্যে প্রায় দু কিলোমিটার যুদ্ধ বিরোধী শান্তি মিছিল হয় এবং মিছিলের শেষে পথসভার মধ্য দিয়ে যুদ্ধের বিরুদ্ধে ও মানবতার পক্ষে কর্মসূচিটি শেষ হয় ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অচিন্ত্য শাসমল ,জেলা কমিটির সদস্যা রিনা পাহাড়ি ,এরিয়া কমিটির সদস্য লক্ষীকান্ত সামন্ত , মহিম কুইতি , গুরুপদ পাল , বিশ্বজিৎ বেরা ,শক্তিপদ মাইতি , দেবাশীষ মাইতি , গণেশ জানা , শ্রীপতি সাহু সহ প্রমুখ নেতৃত্বগন।
No comments