Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্মী পূজোর আগেই ভবানীপুর থানার বিশাল সাফল্য

লক্ষ্মী পূজোর আগেই ভবানীপুর থানার বিশাল সাফল্যরাত কাটলেই লক্ষীপুজো আর ১৫ দিন পরেই আলোর রোসনায় ভেসে উঠবে সারা রাজ্য ও দেশবাসী। বাজি পটকা সকলেই মেতে উঠেন শ্যামা পূজা বা কালী পুজোতেই।রাজ্য সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতা নিয…

 






লক্ষ্মী পূজোর আগেই ভবানীপুর থানার বিশাল সাফল্য

রাত কাটলেই লক্ষীপুজো আর ১৫ দিন পরেই আলোর রোসনায় ভেসে উঠবে সারা রাজ্য ও দেশবাসী। বাজি পটকা সকলেই মেতে উঠেন শ্যামা পূজা বা কালী পুজোতেই।

রাজ্য সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতা নিয়ে বাজি পটকা ফাটানো নিষিদ্ধ করেছেন।

 বাজি তৈরি করতে গিয়ে চলতি বছরে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন মারা গেছেন অনেকে আহত হয়েছেন। সেজন্যই রাজ্য সরকার বাজি তৈরি করার জন্য নির্দিষ্ট জায়গা বাছাই করার চেষ্টা করছেন ( বাজি হাব ) তৈরি করবে। যেখানে যেখানে বাজি তৈরি হতো সেই জায়গাগুলি পুলিশ অভিযান চালিয়ে এবং জেলার বিভিন্ন জায়গা থেকে বাজির মসলা এবং বাজি আটক চলছে অব্যাহত। পুজোর সময় যাতে কোনো নাশকতা না হয় তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে চলছে নাকা চেকিং।

  পুজোর আগে বিভিন্ন জায়গা থেকে বাজি মসলা আটক করছেন।

পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত বালুঘাটা বাজার থেকে স্টেশনারি দ্রব্য বিক্রি সামনে রেখেই পিছন দিক থেকে বিক্রি হত ফটকা বা বাজি প্রায় ১৫০ টি তুবড়ি ৭০ পিস চকলেট বোম উদ্ধার করেছে ভবানীপুর থানার পুলিশ এবং দোকানদার চন্দন সামন্ত বাড়ি কুমারপুর গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

 পুজোর আগেই ভবানীপুর থানা বড় সাফল্য সূত্রে জানা যায় এই এলাকায় বিভিন্ন দোকানে এখনো বাজি পটকা রয়েছে সেগুলিও পুলিশ তদন্ত করে উদ্ধার করবে।

No comments