Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এলেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন ডিভিশন

ভিডিও দেখতে ক্লিক করুন  https://youtu.be/dUADNAJ5Rrg
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এলেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন ডিভিশনশিল্প শহর হলদিয়ায় বিভিন্ন কারখানায় সিএস আর প্রকল্পে বিভিন্ন কর্মসূচি করে থাকে। অভ্যুদয়, হলদিয়া এ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন 
https://youtu.be/dUADNAJ5Rrg

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এলেন হলদিয়া রিফাইনারি পাইপলাইন ডিভিশন

শিল্প শহর হলদিয়ায় বিভিন্ন কারখানায় সিএস আর প্রকল্পে বিভিন্ন কর্মসূচি করে থাকে। অভ্যুদয়, হলদিয়া এর পরিচালনায় indian oil corporations pipelines division এর আর্থিক সহযোগিতায় লক্ষ্যা  ২ গ্রাম পঞ্চায়েতের তিন মাস ট্রেনিং দিয়ে  স্বনির্ভর করার লক্ষ্যে   আজ ৫০ জন মা লক্ষ্মীর হাতে মটর চালিত সেলাই মেশিন দেওয়া হয়। লক্ষ্মী পূজার আগের দিন এলাকার মহিলাদের পরিবারের ধনবৃদ্ধি করার জন্য স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ্যা দুই গ্রাম পঞ্চায়েতে এলাকার ৫০ জন মহিলাকে ট্রেনিং দেওয়া হয় তাদেরই হাতে আজ ৫০টি টেলারিং মেশিন তুলে দেওয়া হয়।

 উপস্থিত ছিলেন, বিপ্লব রায় চৌধুরী, মৎস্য মন্ত্রী পশ্চিম বঙ্গ সরকার, সুকুমার দে,বিধায়ক, নন্দ কুমার, তিলক চক্রবর্তী, বিধায়ক, মহিষাদল,সুনীল দত্ত ,DGM ,iocl,  সৌমেন তালুকদার, iocl, সভার সভাপতি তো করেন লক্ষ্যা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুদর্শন মাইতি, উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলী দাস , প্রাক্তন প্রধান বর্তমান জেলা পরিষদের সদস্য সীমা মাইতি, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল।

হলদিয়া পাইপ লাইন ডিভিজান হলদিয়া রিফাইনারি ডিজিএম সুনীল তালুকদার বলেন প্রতি তিন মাস অন্তর আমাদের পক্ষ থেকে খোঁজখবর চালানো হবে আজকের  ৫০ জন মহিলাদের টেলারিং মেশিন তুলে দেয়া হলো  তাদের কাজের অগ্রগতি খুটিয় দেখার হবে। সাংবাদিকদের মুখোমুখি হলেন অভ্যুদয় সম্পাদক প্রণব বেরা।

No comments