রাজ ভবনে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন
, বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে তৃণমূলের তরফে সরাসরি দু’টি প্রশ্ন রাখা হবে। (এক), শ্রমিকরা ১০০ দিনের কাজ করেছেন কি? (দুই), যদি তাঁরা কাজ করে থাকেন, তাহলে তাঁদের দু’বছর ধরে তাঁদের প…
রাজ ভবনে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন
, বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে তৃণমূলের তরফে সরাসরি দু’টি প্রশ্ন রাখা হবে। (এক), শ্রমিকরা ১০০ দিনের কাজ করেছেন কি? (দুই), যদি তাঁরা কাজ করে থাকেন, তাহলে তাঁদের দু’বছর ধরে তাঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না কেন? এই প্রসঙ্গ উত্থাপনসহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গরিব মানুষের টাকা লুট করে খাজনা আদায়ের এই জমিদারি প্রথা চলবে না। জমিদারির অবসান ঘটানো হবেই। বাংলার ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে বসে আছেন। কেন তাঁরা টাকা পাবেন না, সেটা রাজ্যপালের কাছে জানতে চাইব। যদি তিনি বলেন কেউ কাজ করেননি, তাহলে পরবর্তী ধাপে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হবে। আর রাজ্যপাল যদি বলেন ওই শ্রমিকরা কাজ করেছেন, তাহলে কোন আইনে গরিবের টাকা আটকে রাখা হয়েছে, তার উত্তর চাইব।
১০০ দিনের কাজ, আবাস যোজনায় প্রাপ্য টাকা আদায়ের দাবিতে মঙ্গলবার দিল্লির বুকে অভিষেকের নেতৃত্বে আন্দোলন দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত করে রাজভবন যাবে তৃণমূল। রাজ্যপালের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। ৪০-৫০ জনের তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ৫০ লক্ষ মানুষের চিঠি তুলে দিতে চায়। পরিস্থিতি দুর্যোগপূর্ণ। তাই ‘রাজভবন চলো’ কর্মসূচিতে উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের আসতে বারণ করা হয়েছে। সেখানকার জনপ্রতিধিদের নিজ নিজ জেলায় থেকেই কাজ করতে হবে, স্পষ্ট নির্দেশ অভিষেকের
No comments