Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাঙড় খসে পড়েছে হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ে

চাঙড় খসে পড়েছে হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ে ভাঙাচোরা অবস্থায় রয়েছে হলদিয়া সরকারি মহাবিদ্যালয় । চাঙড় খসে পড়েছে বেশ কিছু ক্লাস ঘরে । কোথাও আবার দেওয়ালের ফাটল । কোথাও ঘাস জমে জঙ্গলে পরিণত হয়েছে । আর এই বর্ষার সময়ে জল জমে …

 






চাঙড় খসে পড়েছে হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ে 

ভাঙাচোরা অবস্থায় রয়েছে হলদিয়া সরকারি মহাবিদ্যালয় । চাঙড় খসে পড়েছে বেশ কিছু ক্লাস ঘরে । কোথাও আবার দেওয়ালের ফাটল । কোথাও ঘাস জমে জঙ্গলে পরিণত হয়েছে । আর এই বর্ষার সময়ে জল জমে আরও বেহাল হয়েছে কলেজের বিভিন্ন প্রান্ত । কলেজের ক্লাসরুমের পাশাপাশি ল্যাবরেটরি, ক্যান্টিন, লাইব্রেরি, ছাত্রাবাস সর্বত্র এমন ভগ্নদশা‌ । বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা কলেজের একাংশে সীমানা প্রাচীর না থাকার ফলে নিরাপত্তার অভাবও বোধ করছেন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই । কিন্তু কবে যে এই অবস্থার পরিবর্তন ঘটবে তার এখনও কোন নিশ্চিত ইঙ্গিত নেই । সবাই উদ্বেগে রয়েছেন । 

            হলদিয়া রানিচকে ৩৩ একর জায়গা জুড়ে হলদিয়া গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাস । রাজ্য সরকারের পূর্ত বিভাগ এই কলেজটি তৈরি করেছিল । দোতলা এই কলেজ বিল্ডিংয়ে রয়েছে ৪০টি শ্রেণিকক্ষ । বিশাল এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকদের থাকার হোস্টেল । রয়েছে প্রিন্সিপালের থাকার জন্য পৃথক বাংলো । ১৯৮৮ সালের নভেম্বর মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এই কলেজের উদ্বোধন করেছিলেন । তারপর মাঝেমধ্যে অল্পস্বল্প মেরামতি হলেও দুই হাজার কুড়ি সালের আমফানের দাপটে বিধ্বস্ত হয় সারা কলেজ বিল্ডিং । বহু জায়গায় ভাঙাচোরা অবস্থা এখনো রয়েছে , যা কলেজ পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বড্ড উদ্ভিদের বিষয় । কলেজের বেশ কিছুটা অংশে নেই সীমানা প্রাচীর । আর সেই সুযোগ নিয়ে কলেজের জায়গাতেই বেশ কিছু ঝুপড়ি(বস্তি বাড়ি) গড়ে উঠেছে  । এমন বেআইনি দখলদারি হলেও তাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলবার সাহস করছেন না কেউই । তাদের পিছনে রাজনৈতিক মদত রয়েছে বলে কলেজ ক্যাম্পাস এর মধ্যে ঝুপড়িবাসীদের এত বাড়-বাড়ন্ত । এমনটাই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ । তবে প্রশাসনিক সদিচ্ছা থাকলে এই সমস্যা নিমেষে দূর করা যায় বলে অনেকেই মনে করেছেন । তবে কলেজ সংস্কারের বিষয়ে অধ্যক্ষ পীযূষকান্তি ত্রিপাঠী জানিয়েছেন,"রাজ্য সরকারের পূর্ত বিভাগ ইতিমধ্যে মেরামতের উদ্দেশ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করেছে । সব মিলিয়ে এক কোটি ছয় লাখ টাকা খরচ হবে । সে বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলছে । পুজোর পরেই শুরু হবে মেরামতির কাজ  ।" তবে কলেজের পরিবেশ সুন্দর রাখতে ঝুপড়ি উচ্ছেদে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে । নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু কলেজ ছাত্র এবং কলেজ কর্মী জানিয়েছেন, কলেজের প্রায় ১৩ একর জমি জবরদখল হয়ে রয়েছে । সেই জমি থেকে দখলদারদের উঠিয়ে দিতে পারলে কলেজের সুন্দর পরিবেশ বজায় থাকবে । কলেজে নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছেন তারা ।

No comments