Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুকড়াহাটি অঞ্চল এলাকায় সাহাপুর গ্রামের রাস্তা বেহাল

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/WMaBUBYDwfgকুকড়াহাটি অঞ্চল এলাকায় সাহাপুর গ্রামের রাস্তা বেহালসুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় বিভিন্ন রাস্তা রয়েছে বেহাল । কিন্তু এখনো রয়েছে মাটির রাস্তা কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যেতে …

 


ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/WMaBUBYDwfg

কুকড়াহাটি অঞ্চল এলাকায় সাহাপুর গ্রামের রাস্তা বেহাল

সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় বিভিন্ন রাস্তা রয়েছে বেহাল । কিন্তু এখনো রয়েছে মাটির রাস্তা কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যেতে হয় মানুষকে। প্রায় ১৫-২০ টি পরিবার এই রাস্তায় কাঁদা ঘেঁটে যেতে হয় তাদের প্রতিনিয়ত ।

গত ১০ বছর আগেই রাস্তা মেরামত হয়েছিল। তারপরে ওই রাস্তাতে এক ঝুড়ি মাটি পড়েনি, সদ্য গ্রাম পঞ্চায়েতে নির্বাচন সমাপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গঠন হয়েছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কুকড়াহাটি অঞ্চল তৃণমূল শাসক দল বোর্ড গঠন করেছেন। কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাহাপুর গ্রামে এক হাঁটু কাঁদা পেরিয়ে মানুষকে যেতে হচ্ছে। নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য হরিশচন্দ্র হাজারী সাহাপুর ২১ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের সদস্য।  তিনি স্বীকার করলেন গত ১০ বছর আগে তিনি শাসকদলের সচিব ছিলেন সেই সুবাদেই তিনি রাস্তা মেরামত করেছিলেন তারপর আর কোন কাজ হয়নি। বর্তমানে তিনি নির্বাচিত প্রতিনিধি তাই রাস্তা এবং পানীয় জল অনেক জায়গায় এখনো বাকি রয়েছে সেইগুলি কাজ করবেন বলে জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে।

এলাকার মানুষের দাবি  এখনো অনেক রাস্তা  (কাদা পেরিয়ে যেতে হয়) মাটির  রয়েছে। পানীয় জলের অভাব রয়েছে। পঞ্চায়েত সদস্য বলেন অতি শীঘ্র কাজ হবে যে রাস্তাগুলো এখনো মেরামত হয়নি। পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

No comments