বিশাখাপত্তনমে ২ প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃত ৬ আহত ২৫ঘটনাস্থলে এন ডি আর এফ ও রেলের উদ্ধারকারী টিম পৌঁছেছে। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত।অন্ধপ্রদেশে বিজয়নগরে সেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বিশেষ সূত্রের খবর কমপক্ষে ছয়জনের মৃত্যু…
বিশাখাপত্তনমে ২ প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃত ৬ আহত ২৫
ঘটনাস্থলে এন ডি আর এফ ও রেলের উদ্ধারকারী টিম পৌঁছেছে। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত।
অন্ধপ্রদেশে বিজয়নগরে সেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বিশেষ সূত্রের খবর কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে ২৫ জন।
বিশাখাপত্তনম পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যেই সংঘর্ষ দুর্ঘটনার মুখে পড়েছে তিনটি কোচ ১০ জন আহত হয়েছেন উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে এনডিআরএফ খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ ট্রেন।
২০২৩ সালে পরপর ট্রেন দুর্ঘটনা চলতি বছর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে গত জুনে উড়িশার বালাসোরে বাহানগা বাজারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। বালাসোর বাহাগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ সালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস।
দক্ষিণ পূর্ব রেলওয়ে কিং হিসেবে পরিচিত করমন্ডল এক্সপ্রেস করমন্ডলের গতিবেগ এতটাই বেশি ছিল যে কয়েকটি বগি ডাউন লাইনে ছিটকে পড়েছিল সেই সময় ওই ডাউন দিয়ে আসছিল হাওড়া গ্রামে এক্সপ্রেস ট্রেন করমন্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়েছিল সেই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
No comments