Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং !! শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলদিয়া

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/03XrPfhQPU0
শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলদিয়া পূর্ব মেদনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলার শাসক দলের বহুবার দলের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। জেলার সাথেও হলদি…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/03XrPfhQPU0


শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলদিয়া

 পূর্ব মেদনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলার শাসক দলের বহুবার দলের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। জেলার সাথেও হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের বহুবার শাসক দলের নেতৃত্বের  পরিবর্তন হয়েছে।

এক বছর অতিক্রান্ত হল পৌরসভা নির্বাচন হল না, নির্বাচন করতে ভয় করছে শাসক দল তারি মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে গোষ্ঠীদ্বন্দ্ব জেবার। হলদিয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড বিষ্ণুরাম চক যেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের হাত ধরেই দীর্ঘ প্রায় ৭৫ বছর পরে বিদ্যুৎ এবং জলের লাইন পেয়েছিল এলাকার মানুষ, সাড়ম্বরে উদ্বোধন হয়েছিল বিদ্যুৎ ।  সেই জায়গাতেই এখন শাসক দলের এলাকার দখলের লড়াই এখন চলছে দলের ভিতরে এই গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে সাধারণ মানুষ আঙ্গুল তুলছেন শাসকদলের দিকেই। 

২৭ নম্বর ওয়ার্ড বসানো হয়েছিল পানীয় জলের জন্য টিউবওয়েল। সেই পানীয় জলের টিউবওয়েলে নোংরা ঢুকিয়ে দিয়েছিল। তার ফলেই পানীয় জলের সমস্যা, স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে হলদিয়া পৌরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দিচ্ছেন ওই এলাকায় কিন্তু কার জায়গা থেকে ওই জলের গাড়ি যাবে কার জায়গাতে থাকবে  জলের  ট্রাক কোথায় থাকবে ?

জানা যায় রাস্তার ধারে একটি বেড়া দেওয়া আছে। তার ফলে  জলের গাড়ি ঢুকছে অসুবিধা। বেড়াকে সরিয়ে নেওয়ার বলাতেই বচসা এবং তার মধ্যেই হাতাহাতি অবশেষে জখম বিসি রায় হাসপাতালে ভর্তি। 

২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আলেম খাঁন জানালেন দলীয় নেতৃত্বরা তাদের যথাযথ কাজ করতে দিচ্ছে না, কাজে বাধা সৃষ্টি করছে। অভিযোগ আনলেন প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক তমলুক জেলার সভাপতি দেবপ্রসাদ মন্ডল এর বিরুদ্ধে।

 দেবু বাবু  জানান দলের কাজ করতে কাউকে বাধা দেওয়া হয়নি, একসময় যারা সিপিএম বিজেপি করতেন তারা এসেই এই ধরনের সমস্যা সৃষ্টি করছে। তিনি আরো বলেন কে বা কারা কি নিয়ম মেনে তাকে সভাপতি করা হয়েছে সে প্রশ্নটাও এখন জানা নেই? তারা যদি তৃণমূল কংগ্রেস করত তাহলে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করত না। ওরা আদৌ তৃণমূলের কর্মী নন।

বর্তমানে বিসি রায় হাসপাতালে ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি সহ বেশ কয়েকজন ভর্তি রয়েছেন। পুলিশ টহল দিচ্ছে কবে ফিরবে ওই এলাকায় শান্তি গত অষ্টমীর দিন থেকে ওই এলাকার রাজনৈতিক উত্তপ্ত হয়ে রয়েছে । বিশেষ সূত্রে জানা যায় রাজ্য নেতৃত্বে নজরে আনা হয়েছে ২৭ নম্বর ওয়ার্ডে গোষ্ঠী সংঘর্ষে বিস্তারিত বিবরণ। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন লুঠের রাজ চলছে লুটেপুটে খাওয়ার রাজনীতি করছে শাসক দল । হলদিয়ায় এক বছর অতিক্রান্ত হলদিয়ার পৌর নির্বাচন হল না। এলাকার উন্নয়ন স্তব্ধ ভোট করতে ভয় পাচ্ছে শাসক দল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই জড়িয়ে পড়ছেন।


No comments