Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল যে পাকার ব্রিজ

নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল যে পাকার ব্রিজ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল যে পাকার ব্রিজ। সেই ব্রিজের দুপাশে উইলিং ওয়াল কংক্রিটের হওয়ার কথা …

 


নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল যে পাকার ব্রিজ


পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর ও সাঁইবাড়ির সংযোগস্থল যে পাকার ব্রিজ। সেই ব্রিজের দুপাশে উইলিং ওয়াল কংক্রিটের হওয়ার কথা থাকা সত্ত্বেও ,আজ সকাল থেকে ইউ সি গাছের বোল্লা পাইলিং দিয়ে কাজ শুরু করে ঠিকাদার সংস্থা গ্রামবাসীরা এই ঘটনা দেখে একজোট হয়ে বাধা দেয় এবং তাদের যে কংক্রিটের উইলিং ওয়াল সেই দাবিতে অনড় থেকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি দিনের পর দিন প্রায় দশ বছর ধরে এই ঘটনা চলতে থাকে বিভিন্ন ঠিকাদার সংস্থা পরিবর্তন হয়েছে তাই গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার জেসিবি গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় তাদের দাবি যতদিন না উইলিং ওয়াল কংক্রিট সম্পন্ন হচ্ছে তারা আটকে রাখবে এই গাড়ি।।।

এই ব্রিজের উপরে নির্ভর করে থেকে দশটি গ্রামের মানুষ প্রত্যক্ষভাবে ব্রীজের কলেজ হাসপাতাল প্রশাসনিক ভবন থাকা এই ব্রীজ খুবই গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে, তাই এই বৃষ্টি সম্পূর্ণভাবে না সম্পন্ন হওয়ার জন্য গ্রামবাসীদের ক্ষোভে  ফেটে পড়েন।

No comments