Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেসে বর্ষীয়ান নেতা

গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেসে বর্ষীয়ান নেতা
 বিজেপির ২ নেতার মারে জখম হলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পরিতোষ জানা । মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের ঘটনা  । জখম তৃণমূল নেতা স্থান…

 



গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেসে বর্ষীয়ান নেতা


 বিজেপির ২ নেতার মারে জখম হলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পরিতোষ জানা । মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের ঘটনা  । জখম তৃণমূল নেতা স্থানীয় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, পরিতোষ জানা যখন বাজারে চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তখন বিজেপির গুরুপদ দাস এবং স্বরূপ কাজলি নামে দুই নেতা তৃণমূল করার অভিযোগ তুলে তার উপরে চড়াও হন । তবে ধাক্কাধাক্কি করে রাস্তার উপর ফেলে দেন । 

তৃণমূল নেতার চোখে এবং কোমরে জোর আঘাত লেগেছে । এ বিষয়ে বিজিবি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পাল জানিয়েছেন,"পঞ্চায়েত ভোটে হেরে গিয়ে ওরা আর কিছু বলার বিষয় পাচ্ছেন না । আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন তৃণমূল নেতা । সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ।"যদিও তলয় পালের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি অরুনাভ ভূঁইয়া । তিনি বলেন,"পরিকল্পিতভাবে প্রহার করা হয়েছে । ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি ।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় । আপাতত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ।

No comments