রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান প্রাপ্তিক শিক্ষকের স্কুলে সংবর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাই স্কুলের ইংরেজির শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কের ‘শিক্ষারত্ন’ সম্মানপ্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে বিদ্যা…
রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান প্রাপ্তিক শিক্ষকের স্কুলে সংবর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাই স্কুলের ইংরেজির শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কের ‘শিক্ষারত্ন’ সম্মানপ্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের শতবার্ষিকী ভবনে অনাড়ম্বর সংবর্ধনা জ্ঞাপন সভার আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক বলেন গত ৫ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর থেকে শ্রী টুরিয়া চাঁদ বাস্কে রাজ্য সরকারের কাছ থেকে 'শিক্ষারত্ন' সম্মান গ্রহণ করে আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন।
ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর জাতি কল্যাণ দফতর প্রিয় স্যারের হাতে তুলে দিয়েছেন ‘সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার'। পাশাপাশি আমাদের বাস্কে বাবু অর্জন করেছেন ‘সারদাপ্রসাদ কিস্কু পুরস্কার'ও।
টুরিয়া চাঁদ নামের অর্থ ছোটো চাঁদ। আজীবন আপনার আলোয় আলোকিত হতে চাই...
No comments