হলদিয়া স্কুলে ছাত্রছাত্রীরা নাটক পরিবেশন করবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়Ministry of Culture, Govt. of India আয়োজিত দীঘা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান বিষয়ক নাটকে আমাদের বিদ্যালয়ের নাটক ( বিদ্যালয়ের শিক্ষক কানাইলাল মাহন্ত লেখা ) …
হলদিয়া স্কুলে ছাত্রছাত্রীরা নাটক পরিবেশন করবেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়
Ministry of Culture, Govt. of India আয়োজিত দীঘা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান বিষয়ক নাটকে আমাদের বিদ্যালয়ের নাটক ( বিদ্যালয়ের শিক্ষক কানাইলাল মাহন্ত লেখা ) 'অথঃ ডাইনি কথাঃ' সেরা দ্বিতীয় নাটক ও সেরা অভিনেতার পুরস্কার লাভ করে৷
জানা যায় আগামী ২০.০৯.২৩ তারিখে কলকাতার BITM-এ রাজ্যস্তরের প্রতিযোগিতায় মঞ্চস্হ হবে নাটক।
No comments