Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধানসভা স্ট্যান্ডিং কমিটির আজ দ্বিতীয় দিন হলদিয়ায় কারখানার সফর

বিধানসভা স্ট্যান্ডিং কমিটির আজ দ্বিতীয় দিন হলদিয়ায় কারখানার সফরহলদিয়াতে এসে পৌঁছেছেন ২৫ সেপ্টেম্বর সোমবার রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি আজ ২৬ শে সেপ্টেম্বর হলদিয়া বিভিন্ন কারখানা আজ ঘুরে দেখবেন। শিল্প শহরে আগামী ২৭ সেপ্ট…

 



বিধানসভা স্ট্যান্ডিং কমিটির আজ দ্বিতীয় দিন হলদিয়ায় কারখানার সফর

হলদিয়াতে এসে পৌঁছেছেন ২৫ সেপ্টেম্বর সোমবার রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি আজ ২৬ শে সেপ্টেম্বর হলদিয়া বিভিন্ন কারখানা আজ ঘুরে দেখবেন। শিল্প শহরে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন এবং তারপরেই রিপোর্ট বানাবেন জানিয়েছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান  শৌকত মোল্লা। 

 জানা যায় বন পরিবেশ ও পর্যটন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি সাত সদস্যে বিধায়ক এবং ১৫ সদস্যের মোট দল এসে পৌঁছেছেন আজ ২৬ শে সেপ্টেম্বর সকাল ১০: ৪৫ থেকে ১১:৪৫ পর্যন্ত আইভিএল কারখানায় যাবেন । ১২:০০ থেকে ২:০০ পর্যন্ত থাকবেন হলদিয়া এনার্জি লিমিটেড কারখানা পরিদর্শন করবেন ।

২:১৫ থেকে ৩:১৫ পর্যন্ত মেসাস ইলেক্টোস্টিল কাস্টিং লিমিটেড ঘুরে দেখবেন। ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত রুচি সোয়া ইন্ডাস্ট্রি পরিদর্শন করবেন। ৪:৪৫ থেকে ৬:১৫ পর্যন্ত হলদিয়ার ডক কমপ্লেক্সে যাবেন ৬:৩০ এইচপির গেস্ট হাউসে পৌঁছাবেন এবং সন্ধ্যা ৭:০০ টার সময় দূষণ পর্ষদের আধিকারিকদের নিয়ে সভা করবেন এইচ পি এল গেস্ট হাউসে।

No comments