কুকড়াহাটিতে পথ দুর্ঘটনার কবলে মোটর সাইকেল আরোহী সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কুকড়াহাটি অঞ্চল। কুকড়াহাটি থেকে বেরিয়ে আসার মুখেই রাস্তার পার হচ্ছিল সাইকেল আরোহী। সেই সময় হলদিয়া শ্রমিক ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন মোটর সাইকে…
কুকড়াহাটিতে পথ দুর্ঘটনার কবলে মোটর সাইকেল আরোহী সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কুকড়াহাটি অঞ্চল। কুকড়াহাটি থেকে বেরিয়ে আসার মুখেই রাস্তার পার হচ্ছিল সাইকেল আরোহী। সেই সময় হলদিয়া শ্রমিক ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন মোটর সাইকেল আরোহী। সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি সাইকেল টিকে ধাক্কা মেরে রাস্তার উপর পড়ে যায়। আর সেই সময় কুকড়াহাটি দীঘা একটি বাস মোটরসাইকেল চালকের উপর থেকেই চলে যায় বলে সূত্রের খবর। বাস ধাক্কা মেরে পালিয়ে যায় তবে এলাকার মানুষ বাসটিকে আটক করেছে স্পটেই মারা গেছেন। মোটরসাইকেল আরোহী নাম সেখ সারমাদ ৩০ গ্রাম সদারামচক পোস্ট কুকড়াহাটি থানা সুতাহাটা।
প্রসঙ্গত কয়েক দিন আগেই চৈতন্যপুর কুকড়াহাটি রোডে বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল এক মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে মারা গিয়েছিলেন মোটরসাইকেল আরোহী। তার ফের সেই রাস্তায় আজ ফের দুর্ঘটনা । চৈতন্য পুর কুকড়াহাটি রাস্তায় বাস টোটো অটো এবং ইঞ্জিনভ্যানের দৌরত্ব বেড়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ না মেনেই বাস চলছে। ঐ রাস্তা কোটি টাকা খরচ করে কুকড়াহাটি থেকে চৈতন্যপুর রাস্তা তৈরির কাজ চলছে। ঐ রাস্তার উপরে দৌরাত্ম বেড়েছে বাসের। এই দুর্ঘটনা শোনার পরেই ছুটে গেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র তিনি বলেন এই দুর্ঘটনা খুবই মর্মাহত, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন সুতাহাটা থানার পুলিশ মৃত ব্যক্তির ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সুতাহাটা থানার পুলিশ।
No comments