বিদ্যাসাগরের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি" চিরস্মরণে বিদ্যাসাগর "" সদা সত্য কথা কহিবে।যে সত্য কথা কহে, সকলে তাহাকে ভালোবাসে।”বিদ্যাসাগরের বাণী ~
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সম…
বিদ্যাসাগরের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
" চিরস্মরণে বিদ্যাসাগর "
" সদা সত্য কথা কহিবে।
যে সত্য কথা কহে, সকলে তাহাকে ভালোবাসে।”
বিদ্যাসাগরের বাণী ~
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি " বিদ্যাসাগর উপাধি " লাভ করেন। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। শুধু তাই নয় নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যাক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে " বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। " রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন "বিদ্যাসাগর সেতু" তারই নামে উৎসর্গিত। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলা কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ জন বাঙালির মধ্যে অষ্টম স্থান লাভ করেন। ওঁনার জন্মজয়ন্তীতে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।
No comments