ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/lV2OmxCywOs
বিকল পথবাতি, বাড়ছে অপরাধদীর্ঘদিন ধরেই বিকল শিল্পশহরের বহু পথবাতি। সন্ধ্যা হলেই এলাকা ডুবছে অন্ধকারে। সেই সুযোগে বাড়ছে অপরাধ প্রবণতাও। এমন পরিস্থিতিতে প্রশাসনকেই দুষছেন স্থানীয়র…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/lV2OmxCywOs
বিকল পথবাতি, বাড়ছে অপরাধ
দীর্ঘদিন ধরেই বিকল শিল্পশহরের বহু পথবাতি। সন্ধ্যা হলেই এলাকা ডুবছে অন্ধকারে। সেই সুযোগে বাড়ছে অপরাধ প্রবণতাও। এমন পরিস্থিতিতে প্রশাসনকেই দুষছেন স্থানীয়রা। নামেই ‘কর্পোরেট’ শহর। অথচ হলদিয়া পুর-এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় বহু পথবাতি দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। ভেঙেও গিয়েছে অধিকাংশ পথবাতি। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। শহরবাসীর অভিযোগ, হলদিয়া পুর-এলাকার ১৩, ১৬,১৭,১৮, ২৩, ২৪,২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কে বহু পথবাতি খারাপ। প্রশাসনের কাছে বারবার এ বিষয়ে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী শাসমল বলেন ক্ষুদিরামনগরে কখনো দিনের বেলা আলো জলে রাতের বেলা অর্ধেকটা জ্বলে অর্ধেক অন্ধকার থাকে বেশিরভাগ রাস্তায় আলোই জ্বলে না অন্ধকার থাকে হয়। ২৪ নম্বর ওয়ার্ডের সজল সাবু বলেন ক্ষুদিরামনগরে আলো না থাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে।
ওই এলাকার স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে এলাকায় ঘটছে নানা অপরাধমূলক ঘটনা। বাড়ছে অসামাজিক কার্যকলাপও। বিশেষ করে যাঁরা বিভিন্ন সংস্থায় ‘নাইট শিফ্ট’এর কাজ সেরে বাড়ি ফেরেন, চুরি-ছিনতাইয়ের মতো ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে তাঁদের। অসুবিধার মুখে পড়তে হচ্ছে সন্ধ্যার পর টিউশন পড়তে যাওয়া পড়ুয়াদেরও। এলাকা জুড়ে অপরাধীদের আনাগোনাও বাড়ার সম্ভাবনা থাকে।
২৪ নম্বর ওয়ার্ডে আলো নেই কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন পৌর এলাকায় বিদ্যুৎ ,রাস্তা,এবং পানীয় জল সব দিক থেকেই ব্যর্থ হলদিয়া পৌরসভা ।এক বছর অতিক্রান্ত হয়ে গেল নির্বাচন হলো না । বর্তমান শাসক দল বিগত দিনে বাম বোর্ড যখন ছিল এই ক্ষুদিরামনগর কে শ্মশান পুরি বলতো। তিলে তিলে তিলোত্তমা হয়েছে ক্ষুদিরাম নগর তাই হয়তো সহ্য হচ্ছে না শাসক দলের তাই রাস্তা বিদ্যুৎ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার মানুষ ।
শাসক দল ভয় পেয়েছে বিরোধী দলদের। তাই ভয়ে নির্বাচন করছে না, টিমটিম করে পৌরসভা চলছে। এলাকার মানুষ জনপ্রতিনিধি পাচ্ছে না। সেই কারণেই রাস্তা পানীয় জল এবং বিদ্যুতের বেহাল অবস্থা ।আমরা অনেকবারই পৌর প্রশাসকের নিকট ডেপুটেশন দিয়েছি যাতে নির্বাচন হয় কিন্তু সরকারের সেই মনোভাব না থাকায় নির্বাচন হলো না কবে হবে নির্বাচন ? শাসক দল ভয় পেয়েছে বিরোধীদের।
হলদিয়ার পুর- প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেশ কিছু এলাকায় পথবাতি খারাপ রয়েছে। সেটা পুরসভার নজরে রয়েছে। বিকল পথবাতিগুলিকে সরিয়ে নতুন পথবাতি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই দরপত্রের চাওয়া হবে।”
No comments