প্রকাশ্য সম্মেলনে পটাশপুরের বিজেপিকে মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি
“খেজুরি তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে পটাশপুরের বিজেপি মার খাবে। ভগবানপুরের তৃণমূল কর্মীর গায়ে হাত উঠলে পটাশপুরের বিজেপি মার খাবে।” প্রকাশ্য তৃণমূলে…
প্রকাশ্য সম্মেলনে পটাশপুরের বিজেপিকে মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি
“খেজুরি তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে পটাশপুরের বিজেপি মার খাবে। ভগবানপুরের তৃণমূল কর্মীর গায়ে হাত উঠলে পটাশপুরের বিজেপি মার খাবে।” প্রকাশ্য তৃণমূলের সম্মেলন থেকে হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূলের সভাপতি পিযুষকান্তি পন্ডা। বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর এক নম্বর ব্লকের নতুন পুকুর কিষাণ মান্ডিতে পটাশপুর থানা তৃণমূল কংগ্রেসের ১৯ তম বার্ষিক সম্মেলন ছিল। এই সম্মেলনেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের সামনে কার্যত বিজেপিকে মারের হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূলের সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র পিযুষকান্তি পন্ডা। শুধু তাই নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েনি তিনি।
No comments