Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমরাসবাই সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/gS0og4TlcAA
আমরাসবাই সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি
উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয়। তাইতো বাঙালির বারো মাসে তেরো …

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/gS0og4TlcAA


আমরাসবাই সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি


উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয়। তাইতো বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপুজো। সাধারণত রথের দিন থেকে অনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষার শুরু হয় বাংলার নানা প্রান্তে। তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি। জেলার বিভিন্ন প্রান্তিক ছোট কিংবা বড় বিভিন্ন পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ইতিহাস গেঁওয়াডাব  স্কুল ময়দানে মঙ্গলবার সকালে দ্বাদশী পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটি পুজো।  

এবছর এই পুজো ২৪ তম বর্ষে পদার্পণ করে। পুজোর কয়েকটা দিন পূজো ছাড়াও আয়োজন করা হয় বস্ত্রদান, সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির। ইতিহাস বিজড়িত এই হলদিয়া শহরের গেঁওয়াডাব প্রাচীন পুজোর প্রায় ছয়টি  গ্রামের মানুষের মঙ্গল কামনায় ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই পুজো, বিগত কয়েক বছর কর্মকর্তাদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, রাজ্য সরকার এই পুজোকে অন্যান্য পুজোর সঙ্গে স্বীকৃতি দিয়েছেন জানান 

আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদিকা তথা দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উমা রানী প্রামানিক বেতাল, এদিনের খুঁটিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ও পুজো কমিটির মুখ্য উপদেষ্টা সাধন জানা উপস্থিত ছিলেন পুজো কমিটির কার্যকরী সভাপতি তথা দেভোগ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বাদল চন্দ্র দাস এবং একাধিক পুজো কমিটির সদস্য সদস্যরা। খুঁটি পূজা উপলক্ষে সমস্ত মানুষদের মিষ্টিমুখ করানো হয় পুজো কমিটির তরফ থেকে।

No comments