Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০০ বছরের প্রচলিত নাম পরিবর্তন করছেন বর্তমান শাসক দল প্রতিবাদ শাসক দলের নেতৃত্ব কটাক্ষ বিজেপি

২০০ বছরের প্রচলিত নাম পরিবর্তন করছেন বর্তমান শাসক দল প্রতিবাদ শাসক দলের নেতৃত্ব কটাক্ষ বিজেপিশাসক এবং বিরোধী দলের তীব্র প্রতিবাদ নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিভ্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।ব্রিটিশ আমলে জায়গার নাম পরিবর্তন করছেন বর্…

 




২০০ বছরের প্রচলিত নাম পরিবর্তন করছেন বর্তমান শাসক দল প্রতিবাদ শাসক দলের নেতৃত্ব কটাক্ষ বিজেপি

শাসক এবং বিরোধী দলের তীব্র প্রতিবাদ নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিভ্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।

ব্রিটিশ আমলে জায়গার নাম পরিবর্তন করছেন বর্তমান প্রশাসন তীব্র প্রতিবাদ এলাকার মানুষের

ব্রজলালচক- চৈতন্যপুর রোড ডাকবাঁধ নামেই পরিচিত ছিল ব্রিটিশ আমল থেকেই এবং ওরই মধ্যস্থলে অবিভক্ত সুতাহাটা থানার একটি টিউল বসানো হয় সেটি প্রায় সাতখানা গ্রামের মানুষ জল আনতে আসতো । সেই নাম অনুযায়ী কলতলা নাম নামে পরিচিত ছিল। বর্তমানে রাস্তা সম্প্রসারণ এর নামেই টিউবওয়েল টি চুরি হয়ে যায়। 

প্রসঙ্গত,  ভারতবর্ষ স্বাধীনতা হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট ১৫ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রয়াত বৈজ্ঞানিক ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ সেই সময়কালে এই রাস্তা দিয়ে তিনি সাইকেল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন। ডালিম্বচক  গ্রামের রাস্তার উপরেই টিউবওয়েল বসানো হয়েছিল। সেই অনুযায়ী এই জায়গার নাম কলতলা নামেই পরিচিত। অবিভক্ত সুতাহাটা বিধানসভায় ব্রিটিশ আমলে মোট চারটি টিউবওয়েল  বসানো ছিল। সুতাহাটা থানার সামনে একটি বাড় ঘাসিপুর মৌজাতে, কিসমত শিবরামনগর এবং ডালিম্মচক কলতলাতে।  এই জায়গা বিভিন্ন ভৌগোলিক এবং ইতিহাসে বিভিন্ন লেখকের  বইতে এই জায়গা চিহ্নিতকরণ রয়েছে কলতলা হিসেবে ।

বর্তমানে ওই এলাকায় বহু ব্যবসা-বাণিজ্যের জন্য দোকানদাররা বসেছেন সেই দোকানদার ট্রেড লাইসেন্স রয়েছে কল তোলা নামেই হঠাৎ বর্তমানে প্রশাসন ওই জায়গায়  বোর্ড লাগিয়েছে ডালিম চক্

।  এলাকার মানুষের দাবি ডালিম্বচক গ্রাম ঠিকই কিন্তু এই জায়গাটি বিভিন্ন বাস টোটো অটো বিভিন্ন ধরনের মানুষ জানতেন এই জায়গাটার নাম কলতলা। অবিলম্বে এই বোর্ড স্থানান্তরিত করে কলতলা নাম করার জন্য আবেদন করলেন।

 শাসকদলের যুব নেতৃত্ব যশোরাজ ব্রহ্মচারী বলেন  ইতিহাসের পাতায় খুঁজলে এই জায়গাটির নাম পাওয়া যাবে কলতলা হঠাৎ প্রশাসন কিভাবে এই নাম পরিবর্তন করল জানিনা। এই কাজটি হয়েছে কয়েকজন অফিসারের মুর্খামির জন্যই শাসক দলের নেত্রী এবং দলীয় কর্মীদের দুর্নাম শুনতে হয় । অবিলম্বে এই বোর্ড সরিয়ে নেওয়ার আবেদন করেন।

ভারতীয় জনতা পার্টি বিজেপির শ্রমিক সংগঠনের নেতৃত্ব বিএম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন নাম পরিবর্তনের মাস্টার রাজ্য সরকার। কেন্দ্রের বহু প্রকল্প নাম পরিবর্তন করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছেন।   এখন জায়গার নাম পরিবর্তন করে উন্নয়ন দেখাচ্ছেন ।  ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে কলতলা ওই জায়গাটির নাম গ্রামের নাম ডালিম্বচক ঠিকই তাহলে ডালিম্বচকের পাশে কলতলা ব্যাকেটে লেখা দরকার ছিল। কারণ গাড়ির চালক থেকে শুরু করে বিভিন্ন মানুষ জানেন ওই জায়গাটি কলতলা আজ হঠাৎ ডালিম্বচক হয়ে গেলে ? মানুষ বিভ্রান্ত হবে অবিলম্বে ওই জায়গাটির নাম বোর্ডে কলতলা হিসেবে চিহ্নিত করা হোক। 

ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা চন্দন সামন্ত বলেন আমরা ইতিহাসে এবং  ব্রিটিশ আম্বল থেকে শুনে আসছি এই জায়গাটির নাম কলতলা হিসেবে। হঠাৎ নাম পরিবর্তন এলাকার মানুষের বিভ্রান্ত হবে ডালিম্বচক পুরো গ্রামের নাম কিন্তু ওই জায়গাটির নাম কলতলা বিভিন্ন দোকানদার ট্রেড লাইসেন্স নিয়েছেন যদি ওই বোর্ডের পাশে ডালিম্বচকের পাশেই যদি কলতলা লেখা থাকতো তাতেও কোন আপত্তি নেই। শুধু ডালিম্বচক  লেখা রয়েছে। এলাকার মানুষ বিভ্রান্ত হবে অবিলম্বে বোর্ডটি তুলে নেওয়ার জন্য আবেদন করেন।





No comments