নন্দীগ্রামে গড়ে উঠবে রাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুলরাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠতে চলেছে নন্দীগ্রামে । সেই উদ্দেশ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বুধবার ২৭ শে সেপ্টেম্বর জমি দেখার কাজ শুরু হল । পূর্ব …
নন্দীগ্রামে গড়ে উঠবে রাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল
রাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠতে চলেছে নন্দীগ্রামে । সেই উদ্দেশ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বুধবার ২৭ শে সেপ্টেম্বর জমি দেখার কাজ শুরু হল । পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু দফতরের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক মারঘুব ইলমি, স্থানীয় ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত, ব্লক ভূমি ও ভূমি সংস্কারের আধিকারীক অভীক সাহা, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিদের একটি দল এদিন স্থানীয় হরিপুরে কিষাণ মান্ডি এলাকা পরিদর্শন করেন । প্রস্তাবিত প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিষাণ মান্ডি এলাকা তাদের প্রথম পছন্দ বলে জানা গিয়েছে । স্কুল নির্মাণে রাজ্যের সংখ্যালঘু দফতর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে ।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হিসেবে নন্দীগ্রাম-১ নম্বর ব্লক পরিচিত । প্রায় ৩৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন ব্লকটিতে । বেশ কয়েকটি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এস এস কে ,এম এস কে মিলিয়ে ২৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠান আছে এক নম্বর ব্লকে । দুই নম্বর ব্লকে এমনি শিক্ষা প্রতিষ্ঠান ১৮২টি রয়েছে । সারা নন্দীগ্রাম বিধানসভা এলাকা জুড়ে শিক্ষার হার ৯০ শতাংশের কিছু বেশি । এবং প্রথাগত শিক্ষা ব্যবস্থায় বাংলা মাধ্যমে পড়াশোনার চল রয়েছে এলাকায় । সেই জায়গায় শিক্ষা ক্ষেত্রে আরো বেশি উৎকর্ষতা বাড়াতে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠতে চলেছে । প্রকল্প রূপায়ণের পরিকল্পনা তিন বছর আগে থেকেই চলছে । কিন্তু ২০২০ সালে কোভিড পরিস্থিতির কারণে এই প্রকল্পের কাজ থমকে যায় । আলোচনা, পরিকল্পনা সবটাই প্রশাসনিক স্তরে ছিল । এবার পঞ্চায়েত ভোটের ঠিক আগেই প্রকল্প রূপায়ণের পূর্ণাঙ্গ ছাড়পত্র মিলেছে ।
রাজ্য সংখ্যালঘু দপ্তরের তরফে বরাদ্দ হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকা । এবার শুরু হয়েছে সেই প্রকল্প রূপায়ণে প্রাথমিক স্তরের কাজ । নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের টেঙ্গুয়ার কাছাকাছি হরিপুর-তাজপুর মৌজায় কিষাণ মান্ডি লাগোয়া বিস্তীর্ণ জায়গা পড়ে রয়েছে । ইংরেজি মাধ্যম স্কুল করার ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রয়োজনীয় এক একর জায়গা পাওয়া যাবে এখানে । শুধু তাই নয় নন্দীগ্রাম বিধানসভা এলাকার "সেন্টার পয়েন্ট"এটি । বিভিন্ন প্রান্ত থেকে সড়ক যোগাযোগের ব্যবস্থাও ভালো । সবকিছু বিচার করে এই কিষাণ মান্ডি এলাকা এমন স্কুল গড়ে ওঠার পক্ষে উপযুক্ত । এ বিষয়ে সংখ্যালঘু দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলা আধিকারিক মারঘুব ইলমি জানিয়েছেন,"কোভিড পরিস্থিতির কারণে নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল নির্মাণের কাজ থমকে ছিল । এবার সেই স্কুল নির্মাণে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে । জমি সংক্রান্ত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে । তারপর নির্মাণের কাজ শুরু হবে । এই মহতী উদ্যোগে এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন রয়েছে ।" নন্দীগ্রামে এই ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষা প্রসারে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয় বিডিও সুমিতা সেনগুপ্ত । তিনি আরও বলেন,"আমরা যে যাই করি না কেন আমাদের প্রত্যেকের শিক্ষা দরকার আছে । শিক্ষার গুণমান বৃদ্ধি পেলে উন্নত মানব সম্পদ তৈরি হবে । যা সংশ্লিষ্ট এলাকার শুধু নয়, সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ । সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে এই শিক্ষা প্রতিষ্ঠান মেধার উৎকর্ষতা ছড়াবে ।" সরকারি পদক্ষেপকে এলাকার মানুষের পাশাপাশি স্কুলের শিক্ষকগণ স্বাগত জানিয়েছেন ।
নন্দীগ্রাম ব্রজমোহন তিয়ারী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার শাসমল জানিয়েছেন,"নন্দীগ্রামে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে উঠুক এটা আমরা অনেকদিন আগেই চেয়েছিলাম । স্থানীয় ইচ্ছুক পড়ুয়ারা সিবিএসসি, আইসিএসসি বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্য হলদিয়া, মহিষাদল, কাঁথি বিভিন্ন জায়গায় ছুটে যায় । নন্দীগ্রামে সেই স্কুল গড়ে উঠলে এখানকার পড়ুয়াদের চাহিদা পূরণ হবে ।"এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় দেবীপুর মিলন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জয়ন্ত অগস্তি । তিনি বলেন,"নন্দীগ্রামে বহু মেধাবী পড়ুয়া রয়েছে । নাগালের মধ্যে এমন ইংলিশ মিডিয়াম স্কুল পেলে তারা সাগ্রহে পড়াশোনা করবে । সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে ।"এখন কত দিনে এই ইংরেজি মাধ্যম স্কুল নন্দীগ্রামে গড়ে ওঠে সেটাই দেখার ।
No comments