জাতীয় স্তরে কিক বক্সিংয়ে জোড়া পদক জয় করেছে হলদিয়ার মেয়ে শেখ অলিভিয়া । সম্প্রতি কলকাতায় জাতীয় স্তরের কিক বক্সিং প্রতিযোগিতা । ১২ টি রাজ্যের ২৭৫ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে । আর সেই জাতীয় প্রতিযোগিতা থেকে হলদিয়ার ডিঘা…
জাতীয় স্তরে কিক বক্সিংয়ে জোড়া পদক জয় করেছে হলদিয়ার মেয়ে শেখ অলিভিয়া । সম্প্রতি কলকাতায় জাতীয় স্তরের কিক বক্সিং প্রতিযোগিতা । ১২ টি রাজ্যের ২৭৫ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে । আর সেই জাতীয় প্রতিযোগিতা থেকে হলদিয়ার ডিঘাসীপুরের মেয়ে অলিভিয়া পয়েন্ট ফাইটিংয়ে রুপো এবং লাইট কন্টাক্ট বিভাগে রুপো জয় করেছে ।
ছোটবেলা থেকে খেলাধুলার দিকেই তার ঝোঁক বেশি । সেই ফুটবল, কার রেসিং ইত্যাদিতে তার দখলদারি রয়েছে । তার পাশাপাশি খেলোয়াড়ি প্রতিভায় যুক্ত হয়েছে কিক বক্সিং । মাত্র ৮ মাস আগে এই কিক বক্সিং খেলার জগতে আসা । কলকাতার মাইকস মার্শাল আর্টে নিজের দক্ষতায় শান দিয়েছেন । তারপর চলতি বছরের জুলাই মাসে দার্জিলিংয়ে আয়োজিত রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় তিনি প্রথম অংশগ্রহণ করেন । তাতে পয়েন্ট ফাইটিং এবং লাইট কন্টাক্টে একটি সোনা এবং একটি রূপো জয় করে নেন । তারপর কলকাতায় ১৮ থেকে ২১ আগস্ট আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় একসঙ্গে দুটি রূপো জয় করেন । এই প্রতিভাবময়ী খেলোয়াড় আত্মবিশ্বাস নিয়ে বলেন," এই সাফল্যে আমি থেমে থাকতে চাই না । আমার লক্ষ্য কিক বক্সিংয়ে আন্তর্জাতিক স্তরে ভালো কিছু করে দেখানো । প্রতিদিন নিয়ম মেনে আমি তালিম নিচ্ছি ।" ছাত্রীর দক্ষতার উপরে ভরসা রেখেছেন কোচ ময়ূখ বন্দ্যোপাধ্যায় । সেইমতো অনুশীলন করাচ্ছেন । তিনি বলেন, " যথেষ্ট ট্যালেন্টেড অলিভিয়া । মাত্র ৮ মাসের প্র্যাকটিসে এমন সাফল্য চমকে দিয়েছে । আমি আশা করি ভবিষ্যতে ও আরো ভালো কিছু করতে পারবে । " মেয়ের এই সাফল্যে হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর, বাবা শেখ মজাফফর, পুরসভার প্রাক্তন কাউন্সিলর দাদা, ক্রীড়া সংগঠক আজগর আলি ( পল্টু ) সহ এলাকার ক্রীড়া প্রেমীরা খুশি । অলিভিয়ার বড় সাফল্যের অপেক্ষায় তার গুণমুগ্ধরা ।
No comments