পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় ওসি পদে রদবদল হল
পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার পর দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় ওসি পদে রদবদল হল। ছ'টি থানার ওসি বদলের জন্য পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে একটি…
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় ওসি পদে রদবদল হল
পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার পর দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় ওসি পদে রদবদল হল। ছ'টি থানার ওসি বদলের জন্য পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই তালিকায় নাম রয়েছে রামনগর, নন্দকুমার, কোলাঘাট, দুর্গাচক, সুতাহাটা, নয়াচর থানার ওসিদের।
জেলা পুলিশ সূত্রের খবর, রামনগর থানার ওসি সৌরভ চিন্নাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নন্দকুমার থানার ওসি হচ্ছেন। আর রামনগর থানার নতুন ওসি হচ্ছেন উজ্জ্বল নস্কর। তিনি তমলুক থানায় ছিলেন। কোলাঘাট থানার নতুন ওসি হচ্ছেন অনুষ্কা মাইতি। হলদিয়া শিল্পাঞ্চলে এলাকার অন্তর্গত দুর্গাচক থানার নতুন ওসি হচ্ছেন সঞ্জীব দত্ত। তিনি হলদিয়া থানায় ছিলেন। সুতাহাটা থানার নতুন ওসি হচ্ছেন অভিজিৎ পাত্র। এতদিন তিনি ছিলেন নয়াচর থানার ওসি। তাঁর পরিবর্তে নয়াচর থানার নতুন ওসি হচ্ছেন অর্কদীপ হালদার। তিনিও হলদিয়া থানায় ছিলেন।
জেলা পুলিশ সুত্রে এ-ও জানা গিয়েছে, সাব ইনস্পেক্টর পদ মর্যাদার মোট ন'জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন নতুন সাব-ইনস্পেক্টরকে পৃথক থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, “এটা সম্পূর্ণ রুটিন বদলি।”
No comments