নন্দকুমার পঞ্চায়েত সমিতি এলাকায় এস এইচ জি মহিলাদের হাতে গাড়ী তুলে দিলেন - শিবানী তোমার পঞ্চায়েত সমিতি এলাকায় বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রথম দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এস এইচ জি গ্রুপের মহিলাদের হাতে তিনটি করে গাড়ি ত…
নন্দকুমার পঞ্চায়েত সমিতি এলাকায় এস এইচ জি মহিলাদের হাতে গাড়ী তুলে দিলেন - শিবানী তোমার পঞ্চায়েত সমিতি এলাকায় বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রথম দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এস এইচ জি গ্রুপের মহিলাদের হাতে তিনটি করে গাড়ি তুলে দিলেন। দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৩০ টি গাড়ি তুলে দিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু।
সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের দূষণ পর্ষদের উদ্যোগে পচনশীল দ্রব্য কে বহন করার জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হবে তাতে এসএইচ জি গ্রুপের মহিলাদের আরো স্বনির্ভর হবে বলেও জানালেন।
হলদিয়া পৌরসভা এলাকার এস এইচ জি গ্রুপের মহিলারা বলেন পঞ্চায়েত এলাকায় যদি এত উন্নয়ন করা যায় তাহলে পৌর এলাকায় কেন হচ্ছে না। কেনই বা পৌর এলাকায় এজেন্সি দিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয় সেনিয়েও প্রশ্ন তুললেন।
No comments