Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত সদস্য মা হারালেন

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলেন হরিশচন্দ্র হাজারী। সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরেই হাজারী বাবু  মাকে হারালেন।  তিনি বলেন পঞ্চায়েতে যারা …

          



সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলেন হরিশচন্দ্র হাজারী। সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরেই হাজারী বাবু  মাকে হারালেন।  তিনি বলেন পঞ্চায়েতে যারা ভোট দিয়েছেন এলাকার ভোটার গণদেবতাইকে বাবা মায়ের মত সেবা করাই আমার মূল কাজ হবে।

শ্রীমতি টুকাওয়ালা হাজারী দীর্ঘ ৫৩ দিন নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে গত বৃহস্পতিবার ২১ শে সেপ্টেম্বর রাত্রি এগারোটার সময় ইহলোক থেকে পরলোক গমন করেন। মাতৃহারা হলেন চার জন পুত্র তিনজন কন্যা। টুকাবালা হাজারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষ শেষ দেখার জন্য পৌঁছেছিলেন সাহাপুরে নিজ বাড়িতেই। 

বহু পয়সা খরচ করেও তিনি মাকে ফেরাতে পারেননি।  তিনি বলেন রাজ্যে  মা মাটি মানুষের সেই সরকারের সহযোগিতা স্বাস্থ্যসাথী কার্ড থেকে প্রায় ৪০ হাজার টাকা তিনি পেয়েছেন মায়ের সেবা করার জন্য। সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

 নাতজামাই রবীন্দ্রনাথ প্রামাণিক বলেন আমাদের দিদা টুকাওয়ালা হাজারী খুব ভালবাসতেন, মায়ের মত আদর স্নেহ করতেন কিন্তু ইয়োলোক থেকে পর লোক চলেছেন চলে গেছেন, আমরা সে ধরনের হয়তো আদরযন্ত্র আর পাবো না । দিদার স্নেহ থেকে বঞ্চিত হলাম। তবে উনি যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এই প্রার্থনা করি।








No comments