বিজেপির প্রতিবাদ সভা শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী উপ-সমিতির সঞ্চালক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।অভিযোগ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদ…
বিজেপির প্রতিবাদ সভা
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের স্থায়ী উপ-সমিতির সঞ্চালক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।
অভিযোগ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ঢুকতে বাধা দেয় রাজ্যের শাসকদল তথা তৃণমূল। বিজেপি পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধরও করা হয়।
কার্যত, গোটা এলাকা রনক্ষেত্রের আকার ধারণ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় তারই প্রতিবাদে পাঁচরোলে বিজেপির পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পাঁচরোলে নির্দল প্রতীকে শঙ্কর মিশ্র বিজেপির সমর্থন নিয়ে ভোটে জেতার পরবর্তীকালে ফের শাসকদলের সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষকে ঠকিয়েছে। তারই প্রতিবাদে আমারা আজকে রাস্তায় নেমেছি। তবে এ বিষয়ে নির্দল সদস্যের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস। তিনি জানিয়েছেন, শান্তিপ্রিয় এলাকাকে বিজেপি অশান্ত করছে।
No comments