বন্দরের ভিতরে দুর্ঘটনায় মৃত ১পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর গড়ে উঠেছে অন্যতম বন্দরকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন পণ্যবাহী জিনিস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বহন হয় জলপথ এবং স্থল পথ ও রেল পথে। হলদিয়া বন্দরের ভিত…
বন্দরের ভিতরে দুর্ঘটনায় মৃত ১
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর গড়ে উঠেছে অন্যতম বন্দরকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন পণ্যবাহী জিনিস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বহন হয় জলপথ এবং স্থল পথ ও রেল পথে। হলদিয়া বন্দরের ভিতরে নিরাপত্তা বলয়ে এর মধ্যে সেফটি রয়েছেন।
গত কয়েক মাস আগে কর্মরত শ্রমিক বিশ্রাম নিয়েছিলেন ডাম্পার চলে গিয়েছিল তার উপর থেকেই তারপর থেকে নড়ে চড়ে বসে বন্দর কর্তৃপক্ষ যাতে কোন রকমে দুর্ঘটনা না ঘটে তার জন্য সেফটি অফিসার আরো জোরদার হয়েছিল। কিন্তু আজ সকালে ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা নাগাদ গাড়ীতে পন্য পরিবহনে আসার সময় এক হেলপারের মৃত্যু হয় মৃতের নাম যশোবন্ত সিংহ(৫২)ঝাড়খণ্ডের ইটখোরি থানার কোয়ালি গ্রামে।
সূত্রের খবর, হলদিয়া ডক কমপ্লেক্সের L5 পয়েন্ট এরিয়ায় একটি ট্রাকের (No- JH02BG-0011)কাজ করার সময় ঐ গাড়ির খালাসী দূর্ঘটনার কবলে পড়ে অসাবধানতাবশত গাড়ির ডালা খুলে ঐ ব্যাক্তির উপরে পড়ে যায় গুরুতর অবস্থায় সতীর্থ ব্যাক্তিরা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় একটি ট্রান্সপোর্টার পন্য বোঝাই করার সময় গাড়ির হেলপারের অসর্তকতায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। হলদিয়া থানায় পুলিশ মৃতদেহ নিয়ে দুর্গাচক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ। বি এম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন যেকোন মৃত্যু দুঃখজনক। বন্দরের ভিতরে যে ঘটনা ঘটেছে খুবই মর্মাহত। আরও বন্দরের ভিতরে সেফটি এবং নজরদারি বাড়ানোর দরকার এবং গাড়ির লোডিং লোডিং এর সময় সকলকে সতর্ক থাকার আহ্বান জানালেন।
No comments