হলদিয়ার হাতিবেড়্যায় অবস্থিত গান্ধী ভবনে হলদিয়া শহর কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এক বছরের বেশি সময় হয়ে গেল রাজ্য সরকার পৌরসভার নির্বাচন না করে প্রশাসক বসিয়ে রেখেছে। মানুষ প্রয়োজনীয় পরিসেবা থেকে বঞ্চিত। রাস্তাগুলোর বেহা…
হলদিয়ার হাতিবেড়্যায় অবস্থিত গান্ধী ভবনে হলদিয়া শহর কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এক বছরের বেশি সময় হয়ে গেল রাজ্য সরকার পৌরসভার নির্বাচন না করে প্রশাসক বসিয়ে রেখেছে। মানুষ প্রয়োজনীয় পরিসেবা থেকে বঞ্চিত। রাস্তাগুলোর বেহাল অবস্থা। সব পথবাতি জ্বলেনা। জলনিকাশির অবস্থাও তথৈবচ। দূষণের মাত্রা বাড়ছে।
জনগনের প্রাপ্য পরিষেবা এবং অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে আগামী ৪ঠা অক্টোবর হলদিয়া পৌরসভায় সামনে বিক্ষোভ ও গন ডেপুটেশনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রনব দাস, সভাপতিত্ব করেন হলদিয়া শহর কংগ্রেসের সভাপতি আবু সালেম মোল্লা। উপস্থিত ছিলেন মানসী দে শেঠ, শ্রমিক নেতা সুদর্শন মান্না প্রমূখ, প্রাক্তন কাউন্সিলর অশোক পট্টনায়ক প্রমূখ।
No comments