কৃষি সমবায় সমিতি ব্যাংক ডাকাতির ঘটনা গ্রেপ্তার আরো ১গত ১৩ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত দেউল পোতা অঞ্চল চকলালপুর গ্রামে সমবায় সমিতি দিন দুপুরে ডাকাতি হয়েছিল। তদন্তে নেমেছিলেন সুত…
কৃষি সমবায় সমিতি ব্যাংক ডাকাতির ঘটনা গ্রেপ্তার আরো ১
গত ১৩ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত দেউল পোতা অঞ্চল চকলালপুর গ্রামে সমবায় সমিতি দিন দুপুরে ডাকাতি হয়েছিল। তদন্তে নেমেছিলেন সুতাহাটা থানার পুলিশ। তদন্তে নেবে ১৪ই সেপ্টেম্বর ভরে সুতাহাটা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দুজনকে।ধৃতদের নাম রফিকুল সাহাজি, পূর্ব হালিশাপাড়া, মটরদিঘি, জীবনতলা, দক্ষিণ ২৪পরগণাএবং গফ্ফর মোল্লা, সুরিরাত, কালিকাটোলা, জীবনতলা।
৫ ই সেপ্টেম্বর সকালে একজন ডাকাত ধরা পড়ে রুহুল আমিন (সাহু) সুতাহাটা থানার পুলিশ হলদিয়া মহকুমার আদালতে তুললে বিচারক আগামী ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পরে রুহুল আমিন পুলিশ হেফাজত নির্দেশ দেন বিচারক।
হলদিয়ার চকলালপুর, দেউলপোতা,গরানখালি কৃষি সমবায় ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো আরো এক ডাকাত । কার্তিক মন্ডল নামে ধৃত ওই ডাকাতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে । সম্প্রতি হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ সন্দেশখালি থেকেই তাকে গ্রেফতার করেছে । বিশেষে সেপ্টেম্বর হলদিয়া আদালতে জীত ব্যক্তিকে তোলা হলে হলদিয়া আদালতের নির্দেশে ধৃত ওই যুবকের পুলিশি হেফাজত হয়েছে । এই নিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত চার জন ডাকাত ধরা পড়ল । পুলিশি জেরায় ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা চলছে । সেই সঙ্গে অধরা দুই ডাকাতকে ধরতে চলছে জোরদার তদন্ত ।
No comments