সময় মতো রেজিস্ট্রেশন না করায় এবারে মাধ্যমিক পরীক্ষায় দিতে পারবেন না- মাসুদ সহপাঠীরা পরীক্ষা দিতে পারবে । কিন্তু তার পরীক্ষা দেওয়া হবে না । কারণ নবম শ্রেণীতে তার রেজিস্ট্রেশন হয়নি । স্বাভাবিকভাবে ২০২৪ সালের পরীক্ষার্থীদের না…
সময় মতো রেজিস্ট্রেশন না করায় এবারে মাধ্যমিক পরীক্ষায় দিতে পারবেন না- মাসুদ
সহপাঠীরা পরীক্ষা দিতে পারবে । কিন্তু তার পরীক্ষা দেওয়া হবে না । কারণ নবম শ্রেণীতে তার রেজিস্ট্রেশন হয়নি । স্বাভাবিকভাবে ২০২৪ সালের পরীক্ষার্থীদের নামের তালিকা থেকে বাদ পড়েছে সৈয়দ মাসুদ । সুতাহাটা ব্লকের শিমূলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র । পরীক্ষা দিতে পারবে না । সেই যন্ত্রণা বিদ্ধ করেছে মেধাবী ছাত্রটিকে । সে কান্নায় ভেঙে পড়েছে । মন খারাপ পরিবারের সকলের । এমন সমস্যা কেবল মাসুদের নয় । পুরুলিয়া, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলার ৩০ জন পড়ুয়া এমন সমস্যায় পড়েছেন । ২০২৪ সালে তাদের পরীক্ষা দেওয়া সম্ভব হবে না বলে মধ্যশিক্ষা পরিষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে ।
এবার শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠে ৭৩ জন পরীক্ষার্থী রয়েছে । মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে নবম শ্রেণীতে তাদের রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে । কিন্তু বাদ পড়েছে মাসুদ । তার কারণ হিসেবে মাসুদ জানায়,"কবে কখন রেজিস্ট্রেশন হয়েছে, তা স্কুল থেকে আমাদেরকে জানানো হয়নি । আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল । ভাবতে পারছি না ,আমার পরীক্ষা দেওয়া হবে না ।" স্কুলে পড়তে পাঠিয়ে এমন বেকায়দায় পড়তে হবে , ভাবতে পারছেন না ছাত্রটির বাবা পেশায় রাজমিস্ত্রি শেক মকবুল । মন খারাপ মা মানোয়ারা বিবির ।
তিনি বলেন,"সুতাহাটা ব্লকের জগতপুরের বাড়ি ভেঙে যাওয়ার ফলে আমরা ষাট-সত্তর কিলোমিটার দূরে ভগবানপুরের মাধাখালীতে মাসুদের মামার বাড়িতে চলে গিয়েছিলাম । সেই সময় নাকি রেজিস্ট্রেশন হয়েছিল । তবে স্কুলের তরফে আমরা কোন কিছু জানতে পারিনি । কিছুদিন আগে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে ডেকে বিষয়টি জানান রেজিস্ট্রেশন হয়নি । তাই ছেলে এবার পরীক্ষা দিতে পারবে না ।" সমস্যার সমাধানে স্কুলের তরফে কলকাতা নিবেদিতা ভবনে জানানো হয়েছে।
No comments