Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গাচক থানার বড় সাফল্য!এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার ১

এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার ১ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আকাশগঙ্গা কমপ্লেক্সে এটিএমের ভিতরে একটি ডিভাইস  লাগানোর সময় হাতেনাতে ধরল দুর্গাচক থানার পুলিশ।পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্নভাবে সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে একাউন্ট থে…

 




এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার ১

 পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আকাশগঙ্গা কমপ্লেক্সে এটিএমের ভিতরে একটি ডিভাইস  লাগানোর সময় হাতেনাতে ধরল দুর্গাচক থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্নভাবে সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে একাউন্ট থেকে। আর এটিএম জালিয়াতি প্রতিনিয়ত লেগেই রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা আইনি সচেতনতার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করছেন তা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত আকাশগঙ্গা কমপ্লেক্স অনেকগুলি ব্যাংকের এটিএম রয়েছে। সেই এটিএম পাড়ায় একটি এটিএম এ ডিভাইস লাগিয়ে বেরিয়ে আসার সময় গ্রেফতার করেছে একজনকে ২৪ পরগনার বাড়ি......দুর্গাচক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এটিএম জালাতি যেভাবে হচ্ছে তাই করা নজর রাখা হচ্ছে প্রতিদিন এটিএমের এবং সিসি ক্যামেরা আরও বেশি করে লাগানোর এবং নজরদারির ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।

এটিএমে ডিভাইস লাগাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক । মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ার দুর্গাচক এলাকার ঘটনা । মহম্মদ সলমন নামে ধৃত যুবকের যথার্থ পরিচয়, ঠিকানা এখনো জানা যায়নি । দুর্গাচকের আকাশগঙ্গা মার্কেট কমপ্লেক্স এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএমে কার্ড ঢোকানোর জায়গাতে একটি ডিভাইস লাগিয়েছিলেন ধৃত যুবক । তা স্থানীয় দুর্গাচক থানার নজরদারি পুলিশি চোখে পড়ে  । এটিএম থেকে টাকা জালিয়াতি করার উদ্দেশ্যেই যুবকটি এই কাজ করেছে বলে পুলিশের সন্দেহ হয় । এটিএম থেকে সে যখন এইচপিএল লিংক রোড ধরে নিজের চার চাকা গাড়িতে চেপে পালাচ্ছিল, পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে । বুধবার ২০ শে সেপ্টেম্বর হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে তার ৫ দিনের পুলিশি হেফাজত হয়েছে  । ধৃতের গাড়িতে কিছু লেখা দেখে পুলিশের অনুমান, সে ভিন রাজ্যের বাসিন্দা । দুর্গাচক থানার ওসি সঞ্জীব দত্ত জানিয়েছেন,"এটিএম জালিয়াতির শিকার হওয়ার ঘটনা থেকে এলাকার মানুষকে আপাতত রেহাই দেওয়া সম্ভব হয়েছে  । তেমন উদ্দেশ্যে আসা এক ব্যক্তিকে আমরা পাকড়াও করেছি । নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা চলবে । এর পেছনে কে বা কারা আর জড়িয়ে রয়েছে সমস্ত তথ্য উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।" তবে পুলিশের সক্রিয়তায় জালিয়াত ধরা পড়ছে  । স্বস্তিতে স্থানীয় মানুষজন । এলাকার এটিএম গুলির নিরাপত্তা বাড়াবার জন্য বেশি সংখ্যক সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে । সেই সঙ্গে পুলিশের নজরদারি আরো বাড়ানো হচ্ছে ।


No comments