নিম্নচাপের ফলে আজ সারাদিন ভারী বৃষ্টি হতে পারেনিম্নচাপের ফলে আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় আজ অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া…
নিম্নচাপের ফলে আজ সারাদিন ভারী বৃষ্টি হতে পারে
নিম্নচাপের ফলে আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় আজ অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণভাবে রাজ্যজুড়ে মঙ্গলবার ৩ রা অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমান জেলার কোনও কোনও জায়গার জন্য। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে জোরালো হাওয়া থাকবে। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবারই উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাবে। এদিন নিম্নচাপটি সমুদ্রের উপর থাকলেও তার প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে তত বৃষ্টির মাত্রা বাড়বে। শনিবার সকালের মধ্যে এটি উপকূল অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে। এই কারণেই শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া অধিকর্তা জানান, শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে কলকাতায় সব মিলিয়ে ৫০-৭০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি উপকূল অতিক্রম করার পর কিছুটা সময় দক্ষিণবঙ্গের উপর থাকতে পারে। খুব দ্রুত এটি অগ্রসর হবে না। এই নিম্নচাপটি খুব বেশি দূর যাবে না। দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের কিছুটা অংশ ছুঁয়ে বড় জোর বিহার পর্যন্ত যেতে পারে বলে গণেশবাবু জানিয়েছেন।
এই কারণে উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর এবং অন্য জেলাগুলিতে সোম ও মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে ধস নামা, নদীগুলির জলস্তর বৃদ্ধি ও নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টি থেকে রাজ্যের কোথাও বড় ধরনের বন্যার আশঙ্কা আপাতত করছেন না আবহাওয়াবিদরা। এদিকে পূর্ব-মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ একই সময়ে তৈরি হয়েছে। এটিও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আরব সাগর সংলগ্ন মহারাষ্ট্র, গোয়া, কেরল ও কর্ণাটকে বৃষ্টি বাড়বে।
No comments