Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভায় নবজাতকের হাতে সবুজ শ্রী প্রকল্পে চারাগাছ তুলে দেওয়া হল

হলদিয়া পৌরসভায় নবজাতকের হাতে সবুজ শ্রী প্রকল্পে চারাগাছ তুলে দেওয়া হলসবুজ শ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ২০১৬ সালে ২৭শে মে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই রাজ্যে প্রতিটি নত…

 


হলদিয়া পৌরসভায় নবজাতকের হাতে সবুজ শ্রী প্রকল্পে চারাগাছ তুলে দেওয়া হল

সবুজ শ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ২০১৬ সালে ২৭শে মে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই রাজ্যে প্রতিটি নতুন জন্মগ্রহণকারী শিশুকে তার এবং তার পরিবারের নিজের জমিতে রোপন করার জন্য একটি করে গাছের চারা উপহার দেয় সরকারের পক্ষ থেকে।

বিজ্ঞাপন




সবুজ শ্রী প্রকল্পে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে নবজাতকদের হাতে চারা গাছ তুলে দিলেন হলদিয়া পৌরসভার  ই ও তাপস মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন হলদিয়া রেঞ্জ বনবিভাগের আধিকারিক শম্ভুনাথ মান্ডি ও হলদিয়া পৌরসভার পরিবেশ দপ্তরের আধিকারিক  সেখ জুনাজ রহমান । তাপস বাবু বলেন

এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পর পরই একটি করে মূল্যবান গাছের চারা দেওয়া ওই চারা গাছটির শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে চারা গাছকে ও বড় হবে। শিশুর পরিবার চারা গাছটিকে ও শিশুকে সযত্নে লালন পালন করবে। শিশু জাত বড় হলে শিশুর প্রয়োজনে ওই চারা গাছ থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়োজনে ব্যবহার করা যাবে। 

এর ফলে শিশুটি ভবিষ্যতের আর্থিক সুরাহা পাশাপাশি গাছটি জীবজগত কেউ এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে সুবিধা পাবেন প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরোক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী।

এই উদ্যোগ একটি বহুমুখী পরিকল্পনা এই প্রকল্পের মাধ্যমে সবুজ বাংলা গড়ে তোলা হচ্ছে অন্যদিকে প্রকৃতি ও মানব সন্তানের মধ্যে যে অশোক সত্য সম্পর্ক অনুভূতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হচ্ছে নিঃসন্দেহে তা অভিনব।

No comments